আমাদের কথা খুঁজে নিন

   

পাবনার ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১৫

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে এক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১০/১৫ টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা ৬/৭টি দোকান পাটে ব্যাপক ভাংচুর করে।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস বলেন, আদালতের রায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বেকসুর খালাস পাওয়া উপলক্ষে সন্ধ্যায় ঈশ্বরদী পৌর ছাত্রদল এক আনন্দ মিছিল বের করে।

মিছিল শেষে ঈশ্বরদীর পুরাতন বাস ষ্ট্যান্ড মোড়ে পথসভা চলাকালে ছাত্রলীগ কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে ১০/১৫ টি ককটেলের বিস্ফোরন ঘটে। বেশ কিছু দোকান পাটে ব্যাপক ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় ককটেলের স্প্রীন্টার লেগে ও দৌড়াদৌড়ির সময় কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিত্সা নিয়েছেন বলেও জানা গেছে।

এ ব্যাপারে পৌর ছাত্রদলের সাধারন সম্পাদ ইমরুল কায়েস সুমন জানান, বিনা উস্কানীতে আমাদের মিছিলে ছাত্রলীগ কর্মীরা হামলা করে।

তবে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস এ অভিযোগ অস্বিকার করে দাবী করেন ছাত্রদলই তাদের উপর হামলা চালিয়েছে।  



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.