বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় জেএসসি পরিক্ষার্থী বহনকারি সিএনজি উল্টে চার পরিক্ষার্থীসহ ৫জন আহত হয়েছে।
আজ দুপুর দেড়টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়িদাহ নাম স্থানে এই দূর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনায় ২ জন পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনগন ঢাকা-বগুড়া মহসড়ক দেড়ঘন্টা ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে অবরোধ তুলে নেয়া হয়।
জানাগেছে, শাজাহানপুরের মাঝিড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জেএসসি পরিক্ষা শেষে আহতরা সিএজি চালিত অটো রিক্সা যোগে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে একটি মাইক্রোবাস অটো রিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটো রিক্সা উল্টে গেলে সৈকত, মিরাজুল, হাবিবুর, মোহন এবং হাবিল নামের ৫ জন আহত হয়। এদের মধ্যে হাবিল অটো রিক্সা চালক। অন্যরা শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থী।
তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার এসআই আবু জাররা জানান, মাইক্রোবাসের ধাক্কায় অটো রিক্সা উল্টে পরিক্ষার্থীরা আহত হয়েছে। এঘটনায় স্থানীয় জনগন মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশী হস্তক্ষেপে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।