আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন সাম্রাজ্যের পতন অনিবার্য???-২

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

ইরাকের ভূগর্ভে সউদী আরবের চেয়েও বেশি জ্বালানি সম্পদের ভান্ডার রয়েছে। ইরাক দখলের পর এখন যুক্তরাষ্ট্রের কাছে সউদী আরবের গুরুত্ব কমে আসার কথা। গত শতাব্দীর সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সউদী আরবের চুক্তির কারণে সউদী আরবের অর্থ পাচার করেছিল দীর্ঘদিন যাবৎ। এই পাচার বন্ধ হলে সউদী রাজ পরিবারের পরিণতি কি হবে? ইরাক যুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত ইরাককে পুনর্গঠনের নামে ইরাকের পেট্রো ডলারকে পাচার করাই ছিল দ্বিতীয় ইরাক যুদ্ধের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ইরাককে নিয়ন্ত্রণ করার সাথে সাথে পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়াম সরবরাহের পরিমাণ কমিয়ে দিয়ে দাম বাড়িয়ে দিয়েছে।

এতে গুটিকতক দেশ লাভবান হলেও এতে গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা মন্দাবস্থার শিকার হয়েছে। শুরুতে আন্তর্জাতিক ব্যাংকগুলো বাদে আর কেউই ব্যাপারটি বুঝতে পারেনি। ইরাক পুনর্গঠনের মাধ্যমে বিভিন্ন বাণিজ্যিক সংস্থাগুলো যে পরিমাণ টাকা হাতিয়ে নেবার স্বপ্ন দেখেছিল। কিন্তু ইরাকের তেলক্ষেত্র নিয়ন্ত্রণের সাথে সাথে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণে অর্থনৈতিক মন্দাবস্থার শিকার হয়েছে পাশ্চাত্য। গোটা বিশ্বে অপরিশোধিত পেট্রোলিয়াম রফতানি করে সউদী আরব যে অর্থ উপার্জন করেছিল সে অর্থ ব্যয় করা হয়েছিল দেশটিকে তথাকথিত আধুনিক এক রাষ্ট্রে পরিণত করার কাজে।

সউদী আরবকে আধুনিকায়নের পুরো দায়িত্ব পেয়েছিল মার্কিন প্রকৌশল ও নির্মাণ সংস্থাগুলো। এভাবেই পেট্রো ডলার পাচার হয়েছিল যুক্তরাষ্ট্রে। এখানেই শেষ নয়- গোটা বিশ্বে পেট্রোলিয়াম উত্তোলন, শোধন, বিপণন ও সরবরাহ প্রক্রিয়ার সিংহভাগ মার্কিন জাপানি সংস্থাগুলোর নিয়ন্ত্রণে চলে যায়। সেই সাথে সউদী আরবের সাথে মিত্রতা গড়ে উঠে যুক্তরাষ্ট্রের। ইরাকের ক্ষেত্রে সে স্বপ্ন পূরণ হচ্ছে না ভিন্ন কারণে।

সউদী আরবে ভৌত কাঠামো নির্মাণে যুক্তরাষ্ট্র পেয়েছিল সম্পূর্ণ সহযোগিতা কিন্তু ইরাকের জনগণ এবং রাজনৈতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পক্ষে না থাকায় সেখানে ভৌতকাঠামো নির্মাণে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.