সারা বিশ্বের কোটি মানুষের মনি কোঠায় ঠাই করে নিয়েছেন শচিন এতে কোন সন্দেহ নাই। তাকে আরও বেশি স্মরনীয় করে রাখতে এবার ভারতের মহারাষ্ট্র প্রাদেশিক শিক্ষা বোর্ড পাঠ্য বইয়ে শচিন টেন্ডুলকারের বিষয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কিংবদন্তি এই ব্যাটসম্যান নিজের ২০০তম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার এক দিন পরই এমন সিদ্ধান্ত নেয়া হয়।
মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী রাজেন্দ্র দারদা রোববার বলেন, শচিন একজন আইকন। ভারতের প্রতি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণে সহায়তা করেছেন তিনি। তার সম্পর্কে ভবিষ্যত প্রজন্মের জানা প্রয়োজন। আমরা একটি সভা করে তার বিষয়ে খুব শিগগিরই পাঠ্য বইয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
প্রাদেশিক শিক্ষা বোর্ডের পাঠ্য বইয়ে শচিন বিষয়ে একটি অধ্যায় যুক্ত করার জন্য গত সপ্তাহে শিক্ষা বোর্ডের কাছে লিখিত একটি আবেদন জানিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ বিদ্যার্থী সেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।