আমি একটা পাগল
সুন্দর জায়গা; কৃত্রিম বালু চর,
ঘুরতে আসে মানুষ পেলে অবসর।
একসময় ছিল বিল আরো মনোহর!
ফুটত শাপলা সুদৃশ্য, কাঁটতাম সাঁতার!
সুখে-দুখে বহুবিধ বেড়াতে এখানে,
আমি গিয়েছি অত্যন্ত যাতনায় সেখানে!
বসে থেকে দেখছি চারদিক নীরবে,
দিগন্ত, কচুরিপানা-ফুল, অতীত ভেবে।
বিকেলে দুলে জলে মৃদুমন্দ বাতাসে
ছোট ছোট ঢেউয়েতে কতকিছু ভাসে
এগিয়ে কাছে আছরে পরে কিনারে
মন ভালো হচ্ছে যখন বাহারে
আচমকা বের হলো বড় এক-
ইঁদুর; দেখতে পেলো লাল এক-
কুকুর; ছুটলো তার পিছু পিছু
ভয় পেয়ে দৌড়ে কুল'র নীচু'!
পালাবে কোথায় পিছনে অথৈয় পানি
হতবুদ্ধিতে আক্রমণ করলো বাঁচতে যখনি
তখন আতঙ্কে সরে এলো কুকুর!
অবশেষে বীর'র বেশে হারলো ইঁদুর!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।