আমাদের কথা খুঁজে নিন

   

বর্বরতার দৃশ্য আজ প্রথম স্বচোখে দেখলাম !!



আজ গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যখন মল চত্বর হয়ে অপরাজেয় বাংলার দিকে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম ১০/১৫ জন ছাত্র এক ছাত্রকে টানা হেচড়া করে নিয়ে যাচ্ছে। আমি তখন তাদের পিছু পিছু গেলাম। একপর্যায়ে ইন্টারন্যাশনাল হলের সামনে তারা ঐ ছাত্রটিকে নিয়ে মারতে লাগল। ইট দিয়ে মাথায় অনেক আঘাত করল।

বাসের লাঠি দিয়ে অনেক মারল। বুকের মধ্যে পা দিয়ে ক্রমান্বয়ে লাঠি দিতে লাগল। যে যেভাবে পারল সেভাবেই মারল। তার জামা কাপড় চিড়ে পেললো। একপর্যায়ে তাকে তাকে উলঙ্গ করার জন্য অনেক চেষ্টা করল।

প্রায় আধাঘন্টা ব্যাপি মারার পর ছাত্রটি দৗড়ে ইন্টারন্যাশনাল হলের ভিতরে গিয়ে পালাল। প্রত্যক্ষদর্শী ছাত্রদের কাছ থেকে জানতে পারলাম। যারা তাদেরক মারল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ছাত্রলগীগের শীর্ষ নেতা। আর যাকে মারা হল সে নাকি অন্য দল করতো। জীবনের এই প্রথম সরাসরি মার দেখার তিক্ত অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম।

মানুষ এত অমানুষ হতে পারে? দেশের সর্বোচ্ছ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মধ্যে ও মানবতা বলতে কিছুই নেই। হায়রে দেশ। হায়তে জাতি। আফসোস। সেসময় আমি আমার চোখের পানি কোনভাবেই ধরে রাখতে পারিনি।

এখনো যখন সেই দৃশ্যটি চোখের সামনে ভাসে তখন নিজেকে সামলাতে পারছিনা। অনাকাঙ্খিত এই ঘটনাটি আমি কেবল মাত্র দর্শক হয়েই উপভোগ করেছি। কেবলমাত্র আমি নই অনেকেই ছিল আমার মত দর্শক। কাইকেই এগিয়ে আসতে দেখিনি। যানিনা এই সভ্যতা আমাদের দেশ থেকে কখন বদলাবে।

আমরাকি সবাই মিলেমিশে থাকতে পারিনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.