আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সব মন্ত্রণালয়ের জন্য অ্যাপস আসছে

দেশের সব মন্ত্রণালয়গুলোর জন্য প্রয়োজনীয় অ্যাপস তৈরি হচ্ছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে স্মার্টফোনের সাহায্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সেবাগুলো অ্যাপসের মাধ্যমে পাওয়া যাবে। মন্ত্রণালয়গুলোর জন্য অ্যাপস তৈরিতে কাজ করছে অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি।
এমসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ধারণা সংগ্রহ চলছে। এরপরই চূড়ান্ত অ্যাপ্লিকেশন নির্মাণের কাজ শুরু হবে।



এমসিসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মাহদী হাসান জানিয়েছেন, দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে অ্যাপ্লিকেশনের চাহিদা। সম্প্রতি জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচী নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এ কর্মসূচীর আওতায় আগামী এক বছরে দেশের সব মন্ত্রণালয়গুলোর জন্য অ্যাপ্লিকেশন নির্মাণ করা হবে। এ ছাড়াও অ্যাপ্লিকেশন তৈরিতে তরুণদের দক্ষতা বাড়াতে এবং অ্যাপ্লিকেশন বিষয়ক সচেতনতা তৈরিতেও কাজ করা হবে।


অ্যাপস তৈরিতে এমসিসি ও আরেক অ্যাপস নির্মাতা ইটিএল যৌথভাবে কাজ করছে।

মন্ত্রণালয়গুলোর অ্যাপ্লিকেশন তৈরির ফলে বিভিন্ন মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্য ও সেবা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারের সুযোগ তৈরি হবে। এ ছাড়াও স্মার্ট গভর্নেন্স তৈরিতে একধাপ অগ্রগতি হবে বলেও মনে করছে অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠানটি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.