mojnu@ymail.com
বৃহত্তর নোয়াখালীর সর্বপ্রথম অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব এর সহযোগী প্রকাশনা হিসাবে ‘আমাদের নোয়াখালী’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। শনিবার রাজধানীর হোটেল ইম্পেরিয়াল ইন্টা: এর হল রুমে নোয়াখালী ওয়েব’র এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ম্যাগাজিনটির মোড়ক উম্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক ও কলমিস্ট এ বি এম মুসা। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টু, সাবেক সচিব নাজমুল আলম সিদ্দিকী, ঢাকাস্থ নোয়াখালী সমিতির সভাপতি শিল্পপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, ফেনী সমিতি ঢাকার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান দুলাল, ডিজিটাল ডেভলেপমেন্ট ফাউন্ডেশন (ডিডিএফ) এর চেয়ারম্যান ব্যবসায়ী আবু নাসের, নোয়াখালী ওয়েব’র সম্পাদক খালেদ সাইফুল্যাহসহ হলরুমে আগত অতিথিবৃন্দ। নোয়াখালী কমিউনিটির তথ্য ভিত্তিক প্রথম ‘আমাদের নোয়াখালী’ ম্যাগাজিনটি বৃহত্তর নোয়াখালীর দুই বীর ভাষা আন্দোলনের অগ্রপথিক শহীদ আবদুস সালাম ও মুক্তিযুদ্ধের মহান নায়ক বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন এর নামে উৎসর্গ করা হয়েছে। ম্যাগাজিনে নোয়াখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন নোয়াখালী ওয়েবের নিয়মিত লেখক মাহমুদুল হক ফয়েজ, নোয়াখালী ওয়েব’র সম্পাদক খালেদ সাইফুল্যাহ, সম্পাদকীয় উপদেষ্টা শাহীন বাবু, দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফোকাস বাংলা নিউজের সিনিয়র সাব-এডিটর জাহিদুর রহমান, অধ্যাপক কবির চৌধুরী, বিজেম’র নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের, নোয়াখালী ওয়েব’র সহযোগী সম্পাদক ও দিগন্ত টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল, ঢাবি’র প্রভাষক মইনুল রাজু, বিআইজেএফ’র সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, বাংলাদেশ লেখিকা সংঘ’র নির্বাহী সদস্য নিগার সুলতানা, কবি খালিদুল আমিন। নোয়াখালী ওয়েবের সম্পাদক খালেদ সাইফুল্যাহ নিজেই ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন। এছাড়া ম্যাগাজিনটির বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন নোয়াখালী ওয়েব’র বার্তা সম্পাদক ইকবাল হোসেন মজনু। ম্যাগাজিনটি ধারাবাহিকভাবে প্রতিমাসে প্রকাশিত হবে বলে জানিয়েছেন সম্পাদক খালেদ সাইফুল্যাহ।
ম্যাগাজিনটি অনলাইনে পড়তে হলে - http://amadernoakhali.com/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।