আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ার যারা ফ্রিল্যান্সিং এ নতুন এবং এস ই ও নিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্য সুখবর।

টিটি এর বন্ধুরা কেমন আছেন সবাই? আপনাদের মধ্যে যারা ফ্রিল্যান্সিং এ নতুন এবং এস ই ও নিয়ে আগ্রহী তাদের জন্যই আমার আজকের টিউন। তাহলে আসুন শুরু করা যাকঃ
ফ্রিল্যান্সিং কি, কেন করবেন? এগুলি এখন ডাইনোসর যুগের প্রশ্ন। এই সম্বন্ধে নতুন করে বলার আর কিছুই নেই। টেকটিউনে যারা আসেন তারা সবাই কম বেশী ফ্রিল্যান্সিং ব্যাপারটার সাথে পরিচিত। কিন্তু নতুন ফ্রিল্যান্সারদের মধ্যে একটি প্রবনতা দেখা যায়।

সেটি হলঃ তারা হাঁটতে না শিখে দৌড়াতে যায় ফলে দুঃখজনক হলেও সত্য যে, অতি শিগ্রই তাদের মাথায় চৌদ্দটা সেলাই পরে। মনে করেন আপনি নকল করে বা ২ নাম্বারি পন্থায় পরিক্ষায় উর্ত্তিন্য হলেন অর্থাৎ তথাকথিত সার্টিফিকেট বিদ্যা গলধ করন করলেন। তার পর কর্মক্ষেত্রে আপনি যখন গেলেন তখনও চাচা, মামা, খালু ইত্যাদি ইত্যাদি ধরে একটি চাকুরি পেলেন। এখন যখন আপনি অনেক ভালো একটি অবস্থানে গেলেন (যার যগ্য আদৌ আপনি নন) তখন কাজ করতে গিয়ে আপনার নাকুনি চুবানি খাওয়াটাই কিন্তু খুব স্বাভাবিক। তেমনি ফ্রিল্যান্সিং পেশাতেও আপনাকে আগে দক্ষ হতে হবে তার পরে কর্মক্ষত্রে আসতে হবে।

এখন কল্পনা করুন আপনি পর্যাপ্ত দক্ষ না হয়েই ফ্রিল্যান্সিং নিয়ে লাফালাফি শুরু করলেন। এবং যথারিতি কাজ না শিখেই অথবা অল্প শিখেই মার্কেটপ্লেসে গেলেন এবং কোন ভাই, বন্ধু বা কারো সাহায্য নিয়ে নিজের প্রফাইল খুলে কাজের জন্য বিড করলেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো এমন যে এখানে আপনি নিয়মিত ধৈর্য সহকার বিড করলে আজ না হোক কাল কোন না কোন ক্লায়েন্ট আপনার দিকে দেখবেই। ধরে নিন এমনি কোন ক্লায়েন্ট আপনাকে ইন্টারভিউ এ ডাকল আপনি আবার ছুটলেন আপনার ভাই, বন্ধু বা এমন কারো সাহায্য নিতে। তাদের সাহায্যে আপনি কাজও পেলেন।

এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি কাজ না জানেন তাহলে কি কাজ করবেন? এমতাবস্থায় আজ না হোক কাল আপনার মুখোশ ক্লায়েন্টের কাছে খুলে যাবেই। কারন আপনার ভাই, বন্ধু আপনাকে কাজ পেতে সাহায্য করতে পারে কিন্তু কাজ কেউ করে দিবেনা। এই ২ নাম্বারির মাধ্যমে আপনি শুধু মার্কেটপ্লেসে আপনার ফিডব্যাকটায় খারাপ করলেন না পাশাপাশি ফ্রি ফ্রি বাংলাদেশের অন্যান্য ফ্রিল্যান্সারদের জন্যও নেগেটিভ মার্কেটিং করে দিলেন। এখানে আরও একটা কথা হচ্ছে "অল্প বিদ্য ভয়ঙ্করি" অনেকে অল্প কিছু শিখেই নিজেকে মহা জ্ঞানি ভাবতে শুরু করে। কিন্তু প্রকৃত পক্ষে "অজ্ঞতাকে পরিমাপ করায় হচ্ছে জ্ঞানের প্রথম স্তর" তাই প্রথমে নিজেকে একপার্ট হিসেবে প্রস্তুত করুন তার পর মাঠে আসেন।

আপনাকে সুস্বাগতম।  
এখন আসুন কিভাবে আপনি দক্ষতা অর্জন করবেন। ফ্রিল্যান্সিং করার জন্য বিশাল সম্ভাবনা ছড়িয়ে আছে আপনার হাতের কাছেই। শুধু সেটাকে খুজে নিতে হবে এর জন্য আপনার প্রকৃত বন্ধু হচ্ছে গুগল মামু। গুগলে সার্চ দিলেই মুহুর্তের মধ্যোই গুগল আপনাকে লক্ষ লক্ষ টিউটোরিয়াল এনে দিবে।

কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, মনে করুন আপনি একটি ১০ তোলা বাড়ি বানাবেন এখন ১০ তলা বাড়ি বানাতে হলে প্রথমেই আপনাকে বাড়ির ভিত্তি স্থাপন করতে হবে। কিন্তু আপনি ভাবলেন যে অযথা ভিত্তি দিয়ে মাটির নিচে টাকা ফেলে রেখে কি লাভ তার চেয়ে বরং একবারে প্রথম তলা থেকেই বাড়ির কাজ শুরু করা যাক? এখন বুদ্ধিমান বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি।  আরও পরিষ্কার করে বলি ক্লাস ৫এ না পড়েই যদি কেউ ক্লাস নাইন-টেনে পরতে যায় তাহলে তার কাছে কোন কিছুই না বোঝাটায় স্বাভাবিক। তেমনি গুগলে সার্চ করে টিউটোরিয়াল বেড় করে পড়ে বোঝার মত নূন্যতম যগ্যতা আপনাকে অর্জন করতে হবে। আর তার জন্য প্রয়োজন প্রফেশনালদের সহযোগিতা।

একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের কাছে যখন আপনি ট্রেনিং করবেন তখন তার কাজের প্রকৃতি, ধরন এবং খুটি নাটি বিভিন্ন বিষয় সম্বন্ধে আপনার জ্ঞান বাড়বে। যা আপনার কাজে অন্যরকম গতি সঞ্জার করবে। আর এই কারনেই ফ্রিল্যান্সিং এ আসার আগে আপনার ট্রেনিং করা উচিত।
চীনা একটা প্রাচীন প্রবাদ আছে যেঃ "যদি কেউ আপনাকে মাছ ধরে দেয় তাহলে সে আপনার একদিনের খাবারের ব্যবস্থা করতে সাহয়ায্য করলেন, আর যদি কেউ আপনাকে মাছ ধরতে শেখায় তাহলে তিনি আপনার সারা জীবনের খাবারের ব্যবস্থা করতে সাহায্য করলেন। "
একজন দক্ষ প্রফেশনাল ট্রেইনার আপনাকে শেখায় কি ভাবে মাছ ধরতে হয়।

কিভাবে প্রতিযোগিতার মাঝে নিজের অবস্থান তৈরি করতে হয়, তা আপনাকে একজন প্রফেশনাল ট্রেইনার শেখাতে পারে। কিভাবে ফ্রিল্যান্সিং এ প্রফেশনাল হতে হবে তা আপনাকে একজন প্রফেশনাল ট্রেইনার শেখায়।
বর্তমানে সারাদেশে বিভিন্ন ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে। আপনাকে শুধু মাত্র কষ্ট করে করে হাতের কাছের ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট খুজে নিতে হবে।
সম্প্রতি বগুড়ায় আমরা কয়েকজন অভিজ্ঞ,দক্ষ ফ্রিল্যান্সাররা মিলে
নামে একটি ট্রেনিং সেন্টার গড়ে তুলেছি।

এখানে আমরা খুব তারাতারি এস ই ও এর ওপর প্রশিক্ষনের আয়োজন করতে যাচ্ছি। ইতিমধ্যই আমরা রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করে দিয়েছি। যাদের বাড়ি বগুড়াতে এবং বগুড়ার আশেপাশে তারা চাইলেই খুব সহজেই প্রশিক্ষনে অংশগ্রহন করে নিজেকে দক্ষ, প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার হিসেবে গড়ে তুলে নিজের ফ্রিল্যান্সিং কেরিয়ারকে উজ্জ্বল করতে পারেন।
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/asr.itteam স্কাইপঃ rihamd2k অথবাঃ tausif.al.hossain1 অথবাঃ asr.itteam জিটক এবং ইমেইলঃ rm.riham@gmail.com অথবাঃ asr.itteam@gmail.com মোবাইলঃ(2g) +8801776878683, +8801749672112, +8801790303266 মোবাইলঃ(3g) +8801534376943
ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

ভালো থাকবেন সবাই। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.