মত প্রকাশে আপোষহিন।
ইসলামী অর্থনীতির প্রান কেন্দ্র হতে চায় যুক্তরাজ্য
ইসলামী অর্থনীতির প্রান কেন্দ্র হতে চায় যুক্তরাজ্য। বিশ্বের প্রথম অমুসলিম রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য শরিয়াহ সম্মত বন্ড ‘শুকুক’ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির আশা এর মাধ্যমে তার দ্রুত বিকাশমান ইসলামী পুঁজির কেন্দ্রবিন্দুতে পরিনত হতে পারবে। খবর আল জাজিরা।
লন্ডনে আয়োজিত বিশ্ব ইসলামী অর্থনৈতিক ফোরামের (ওয়াইআইইএফ) বার্ষিক সভায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেবিড ক্যামেরন এই আকাক্সক্ষার কথা প্রকাশ করেন। ওয়াইআইইফ সম্মেলনে মুসলিম বিশ্বের রাজনৈতিক নেতা, প্রধান নির্বাহী ও প্রতিনিধিরা অংশ নেন। সভায় ক্যামেরন বলেন, মুসলিম বিশ্বের বাইরে লন্ডন ইতোমধ্যেই ইসলামী পুঁজির বৃহত্তম কেন্দ্রে পরিণত হয়েছে। কিন্তু আজ আমাদের লক্ষ আরো এগিয়ে যাওয়া। আমি চাই- বিশ্বের অন্যান্য শহরকে ছাড়িয়ে দুবাই ও কুয়ালালামপুরের মতই লন্ডনকে বিশ্বের ইসলামী পুঁজির মহান রাজধানীতে পরিণত করতে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ চলতি সপ্তাহেই চালু হচ্ছে ইসলামীক মার্কেট ইনডেস্ক। বিশ্বে বর্তমানে ইসলামী পুঁজির পরিমান ১ লাখ ৩০ হাজার কোটি ডলার। তবে প্রচলিত ব্যাংকিংয়ের চেয়ে দ্রুতহাওে বাড়ছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। ব্রিটেন বিশ্বের প্রথম অমুসলিম রাষ্ট্র যেখানে ওয়াইআইইএফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লস সম্মেলনে আগত অতিথিদের জন্য এক আড়ম্বরপূর্ণ নৈশভোজের আয়োজন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।