নিজের জন্য লেখি, নিজের কথা লেখি।
বাংলাদেশে আগে ২ টি দল ছিল, ১- লীগ, আর ২- জামাত।
১জন সন্ত্রাসী এমপিকে রক্ষা করতে যেদিন প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদককে লাথি মেরে দল থেকে বের করে দিয়েছে, সেদিনই BNP-র দল হিসাবে মৃত্যু হয়েছে।
এখন জামাত বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পথে। তাহলে দেশে দল থাকলো ১ টা, লীগ।
কিন্তু ১ দলে তো গণতন্ত্র হয় না!
এই অবস্থায় BNP ১ টা কাজ করতে পারে। তারা জামাতের সাথে মার্জ করে ১ টা দল গঠন করতে পারে। নতুন দলের নাম হবে “বাংলাদেশ জাতীয়তাবাদী জামাত”।
এতে ৩ টি উপকার হবে। ১- BNP নতুন করে দলে পরিণত হবে, ২- জামাত বিলুপ্ত হওয়া থেকে রক্ষা পাবে, ৩- দেশে গণতন্ত্র রক্ষা পাবে।
-----
বিএনপি-র এখন কিছুদিন হরতাল না দিয়ে বিক্ষোভ ও জনসংযোগ চালানো উচিৎ। কারন হরতাল দিতে থাকলে দেশে ও বিশেষত দেশের বাইরে BNP আস্থা হারাবে।
বিএনপির বিশেষ ভাবে যেটা উচিৎ তা হল জনগণকে “জয়” সম্পর্কে সচেতন করা। কোন ভাবেই আওয়ামীলীগের অধীনে নির্বাচনে না যাওয়া।
আওয়ামীলীগের ইলেকশনের ৭/৮ দিন আগে থেকে সর্বাত্মক অসহযোগে যেতে হবে, প্রয়োজনে এজন্য জামাতের সাহায্য নিতে হবে।
কারন এটা জামাতের বাঁচা-মরার প্রশ্ন।
আওয়ামীলীগ একবার ইলেকশন করতে পারলে দেশে জাসদ আর লীগ থাকবে। তার কিছুদিন পরে দেশ তিস্তা বাঁধের কারনে মরুভূমি আর রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারনে গাছ শুন্য হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।