ধর্মঘটের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকা ছাড়েনি। নগরীর ভেতরে গণপরিবহনের সংখ্যাও স্বাভঅবিকের তুলনায় অনেক কম। ফলে অফিসগামী যাত্রী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সকালেই ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকাল ৬টা থেকে কাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে।
ধর্মঘটে সব ধরনের পরিবহনই বন্ধ থাকবে। আমাদের একটাই দাবি, আমাদের সংগঠনের যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাসকে মুক্তি দিতে হবে। ”
সকালে গাবতলী টার্মিনাল ও কল্যাণপুরের বিভিন্ন পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা যায়, কোনো পরিবহনই বাস বের করছে না।
ঈগল ও সোহাগ পরিবহানের কাউন্টারের ব্যবস্থাপকরা জানান, এই ধর্মঘটের মধ্যে তারা বাস বের করতে পারবেন না।
সকাল থেকে মিরপুর মাজার রোডের সামনে লাঠি হাতে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা।
তারা ওই পথ দিয়ে গাবতলীর দিকে কোনো গাড়ি যেতে দিচ্ছেন না।
ফেডারেশনের গাবতলী শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব বাস রাতে রওনা দিয়েছে, তাদের টার্মিনালে ঢুকতে দেয়া হচ্ছে। তবে ধর্মঘটের কারণে আর কোনো বাস বের হতে দেয়া হবে না। ”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াহিদুজ্জামান শোভন সাতক্ষীরা যাওয়ার জন্য জন্য সকালে গাবতলী এসে দেখেন কাউন্টার বন্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার গোল্ডেন লাইনের অগ্রিম টিকেট কাটা ছিল।
কিন্তু কাউন্টার খোলেনি, বাসও ছাড়েনি। কীভাবে যাব বুঝতে পারছি না। ”
সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় বিভিন্ন মোড়ে মোড়ে অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভোগান্তিও বাড়তে থাকে।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দেলনরত বিএনপি গত ৮ নভেম্বর তৃতীয় দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর শিমুল বিশ্বাসসহ দলের শীর্ষ পর্যায়ে পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় বিএনপির এই পাঁচ নেতাকে আসামি করা হয়। বৃহস্পতিবার এই বিএনপি নেতাদের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্বাসউদ্দিন বলেন, গণমাধ্যমের গাড়ি ও অ্যাম্বুলেন্স এ ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।