আমাদের কথা খুঁজে নিন

   

পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে সারা দেশে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে চলছে পরিবহন ধর্মঘট। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের। বিশেষ করে ঢাকা শহরে অফিসগামী, স্কুলগামীসহ বিভিন্ন কর্মস্থলে যাওয়া নগরবাসীরা চরম বিপাকে পড়েছে।

ধর্মঘটের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকা ছাড়েনি। নগরীর ভেতরে গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিকের তুলনায় অনেক কম।

  আজ সকাল ৬টা থেকে কাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে। ধর্মঘটে সব ধরনের পরিবহন বন্ধ থাকবে।

সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় বিভিন্ন মোড়ে মোড়ে অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ভোগান্তিও বাড়তে থাকে।  

নির্দলীয় সরকারের দাবিতে আন্দেলনরত বিএনপি গত ৮ নভেম্বর তৃতীয় দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর শিমুল বিশ্বাসসহ দলের শীর্ষ পর্যায়ে পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।