আমাদের কথা খুঁজে নিন

   

পদ্ম দেখেই ঝাপ দিয়েছি জলে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

১ পদ্ম দেখেই ঝাপ দিয়েছি জলে সর্পের কথা গেছি ভুলে সর্প মোটেও ভুল করে নি ছোবল দিল নাভি মূলে বিষের জ্বালায় নীল হয়ে যাই বিষ কাটাবো কী কৌশলে? ২ শুধু তোমার জন্য বেঁচে থাকা তোমার জন্য এই দীর্ঘ হাজৎ বাস তোমার জন্য অনাগত ভোর দেখি দেখি রোদেলা সকাল আর স্বপ্ন দু'চোখ ভরে অরণ্য দেখি আর বিস্ফোরিত চোখে দেখি নদী নদীর কালো জল ছলছল তোমার জন্য ছোঁরা হাতে খুনি হই তোমার জন্য সুর তোমার জন্য কাব্য চোখের তারায় সাতসমূদ্র আর রুপসী ঝর্ণা ধরে রাখি,তুমি না চাইলে চোখের পলক ফেলি না তুমি না চাইলে হই না ঘরের বার তোমার জন্য তোমার ভালো লাগবে জেনে তুমুল পদ্ম হাতে নিয়ে থরথর কাঁপি রে মন তুই মানুষ হ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।