আমাদের কথা খুঁজে নিন

   

বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ফিফার

ফুটবল অঙ্গনকে বর্ণবাদের বিতর্ক থেকে মুক্ত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বর্ণবাদের গুরুতর অভিযোগ প্রমাণিত হলে কোনো অভিযুক্ত দলের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হবে বলে হুঁশিয়ার করেছে ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। ফিফার কংগ্রেসে প্রণয়ন করা হয়েছে নতুন এই বর্ণবাদবিরোধী নীতিমালা।
এ বছরের শুরুতে এসি মিলান ও পো পাট্রিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছিল দর্শকদের বর্ণবাদী ‘দুয়ো’ ধ্বনির কারণে। মাঠ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন দুই দলের খেলোয়াড়েরা।

তার পর থেকেই বর্ণবাদ মোকাবিলায় কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেয় ফিফা। মরিশাসে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্তের বাস্তবায়ন করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। বর্ণবাদবিরোধী নতুন নীতিমালা প্রণয়নকে ইতিহাসের একটি উল্লেখযোগ্য মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন ফিফার বর্ণবাদবিরোধী টাস্কফোর্সের প্রধান জেফরি ওয়েব। তিনি বলেছেন, ‘গণমাধ্যমগুলোতে বর্ণবাদ-সংশ্লিষ্ট যে প্রতিবেদনগুলো আসে, সেগুলোতে হয়তো মূল বাস্তবতার মাত্র ১ শতাংশ প্রতিফলিত হয়। আমাদের ফুটবল পরিবার ব্যাপারটি নিয়ে পুরোপুরি সজাগ।

’ মরিশাসের ফিফা কংগ্রেসে ৯৯ শতাংশ ভোট পেয়ে প্রণয়ন করা হয়েছে এই বর্ণবাদবিরোধী নতুন নীতিমালা।
বর্ণবাদের প্রাথমিক বা ছোটখাটো কোনো অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত দলকে জরিমানা করা হতে পারে। আর একই রকমের অভিযোগ বারবার আসতে থাকলে বা গুরুতর কোনো অভিযোগ প্রমাণিত হলে ওই দলের পয়েন্ট কেটে রাখা হতে পারে। এমনকি সেই দলটিকে প্রতিযোগিতা থেকে বহিষ্কারও করা হতে পারে। ফিফা সভাপতি সেপ ব্লাটার নতুন এই নীতিমালা প্রণয়ন সম্পর্কে বলেছেন, ‘বর্ণবাদকে আমরা কোনোভাবেই সহ্য করব না।

সব ক্ষেত্রেই আমরা কঠোর শাস্তি নিশ্চিত করব। ফুটবল দুনিয়ায় আমরা একটা পরিবর্তন আনতে পারি। বর্ণবাদী মানসিকতার মানুষদের কাছে আমরা একটা জোরালো বার্তা পাঠাব যে, তাদের দিন ফুরিয়ে এসেছে। ’— বিবিসি অনলাইন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।