আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনে এবার বর্ণবাদের শিকার বিপাশা বসু



শিল্পা শেঠির বর্ণবাদী অপমানের রেশ না কাটতেই বৃটেনে এবার বর্ণবাদের শিকার হলেন ইনডিয়ার যৈনাবেদনময়ী নায়িকা বিপাশা বসু। তবে তিনি একা নন, তার সঙ্গে প্রেমিক জন এব্রাহাম ও হিরো আরশাদ ওয়ারসিও ছিলেন। বিপাশা দাবি করেছেন, বৃটেনের গ্লাসি জাংশনে নতুন মুভি ধান ধানা ধান গোল-এর শুটিং চলাকালে এক দল শ্বেতাঙ্গ এসে বর্ণবাদীর জের তুলে তাদের অকথ্য ভাষায় গালাগাল করেছে। আরশাদ ওয়ারসি বলেন, আমি সত্যিই মর্মাহত। এ ধরনের ব্যবহার আমি একদমই আশা করিনি।

আমি দেখতে পেলাম, একটি গাড়ি থামার পর সেখান থেকে বেরিয়ে আসে বেশ কয়েকজন শ্বেতাঙ্গ বৃটিশ। এরপর তারা আমাদের লক্ষ্য করে ছুড়লো বর্ণবাদী অকথ্য ভাষার ফুলঝুরি। এটা নিশ্চয় কোনো বিদেশিকে উদ্দেশ করে একটি দেশের শোভনীয় আচরণ নয়। সে সময় ওই স্থানে বলিষ্ঠ নায়ক জন এব্রাহামও উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমিও খুব হতবাক হয়েছি।

তিনি আরো বলেন, লন্ডনে আসবে, শুটিং করবে আর এ ধরনের উপহার পাবে না তা কি করে হয়! আগামী শুক্রবার তাদের একটি মুভির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে এ জন্য বর্তমানে বিপাসা, আরশাদ ও এব্রাহাম লন্ডনে অবস্থান করছেন। উল্লেখ্য, গত জানুয়ারিতে শিল্পা শেঠি প্রতিযোগিতামূলক টিভি শো বিগ ব্রাদার চলার সময় বৃটেনের এক প্রতিযোগী তাকে বর্ণবাদী তীর ছুড়ে ছিলেন। সূত্র- যায়যায়দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.