আমি একজন ........
"সুন্দরী প্রতিযোগীতা" নামটি নিজেই বহন করছে এক ভয়ংকর বার্তা।
বার্তাটি বারবার পৃথিবীর অসুন্দর নরনারী কে মনে করিয়ে দিচ্ছে "তুমি সুন্দর নও, তুমি সুন্দর নও"। অথবা "তুমি সুন্দরী নও, তুমি সুন্দরী নও"।
এই বার্তাতে পুরুষেরা তেমন আঘাত পায় বলে মনে হয় না। কারন এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তার সৌন্দর্য তেমন গুরুত্বপূর্ন নয়।
কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন নারীর রূপ খুবই গুরুত্বপূর্ণ। সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে একজন নারীর রূপই হচ্ছে তাকে বিচার করার একমাত্র গুন। তার অন্যগুন তেমন গুরুত্বপূর্ন নয়।
নিজের পরিবার থেকে শুরু করে পেশাগত জীবন পর্যন্ত রূপবতীরা অনেক সুবিধা অর্জন করে থাকে। তার জ্ঞান বা বুদ্ধি গুরুত্বপূর্ণ নয়।
বর্তমান এই আধুনিক সমাজ ব্যবস্থায় নারীর এই রূপকে পূঁজি করে গড়ে উঠেছে অনেক বানিজ্য।
# তাকে সিনেমাতে আইটেম গার্ল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
# বিজ্ঞাপনে যথেচ্ছভাবে নারীর রূপ প্রদর্শন, এমন কি পুরুষের সেভিং ক্রিমে নারীর উপস্থিতি।
# অসুন্দর মেয়েদের দূর্বলতার সুযোগে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রীর রম্ররমা ব্যবসা। যদিও এসবের ব্যবহারে নারীর সৌন্দ্ররয আসলেই কতটুকু বাড়ে তা ঊনারাই বলতে পারবেন।
# বিভিন্ন প্রাইভেট বানিজ্যিক প্রতিষ্ঠানের অফিসে সুন্দরী নারীকে অফিসের সৌন্দর্য মনে করে কিছু নিচু পোষ্টে চাকুরি দিচ্ছেন। [কিন্তু কার্যকর পোষ্টগুলো তে নারীদের তেমন একটা প্রাধান্য দেখা যায় না। এমন কি যোগ্যতা থাকা সত্বেও অনেক সময় নারীরা এসব পোষ্ট থেকে বঞ্চিত হন। ]
# সুন্দরী প্রতিযোগিতার নামে বিপুল পরিমান অর্থ কামিয়ে নিচ্ছে।
আরো কত ধরনের ব্যবহার যে রয়েছে, বইয়ের পর বই লিখেও এসব শেষ করা যাবে না।
সুন্দরী প্রতিযোগিতায় বাজ্যিকভাবে কোন অসুন্দর মেয়ের কোন সুযোগ আছে কি না তা আমাদের নিকট এক বিড়াট প্রশ্ন।
বলা হয়ে থাকে সুন্দরী প্রতিযোগিতা মানে শুধু বাইরের সৌন্দর্য নয়, পাশাপাশি তার মেধা এবং অন্যান্য গুনেরও পরিমাপ করা হয়ে থাকে। তাই যদি হয়ে থাকে তবে কত জন কৃষনাঙ্গ বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় জয়ী হয়েছেন? আমার জানা মতে এই পর্যন্ত মাত্র একজন। কৃষনাঙ্গদের মধ্যে মেধার এতোই কি অভাব যে তারা সেতাঙ্গদের সাথে পেরে উঠে না?
তাহলে কি ধরেই নেব এই প্রতিযোগতা শুধু মাত্র সুন্দর এবং সাদা চামড়ার মানুষদের জন্য?
'সুন্দরী' শব্দটি একজন অসুন্দর নারীকে বার বার মনে করিয়ে দেয়, "তুমি অসুন্দর, তুমি অসুন্দর"
এ যেন বর্ণবাদের এক আধুনিক বহিঃপ্রকাশ।
-----------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।