আমাদের কথা খুঁজে নিন

   

ছুটি কাটাতে মাসুরিতে শচিন

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মাসুরি শচিনের অন্যতম প্রিয় বেড়ানোর জায়গা। অবসরের পর তাই সবার আগে এই পাহাড়ি শহরটিতে ছুটে গেছেন শচিন টেন্ডুলকার।

একটি ভাড়া করা বিমানে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের জলিগ্র্যান্ট বিমানবন্দরে সপরিবারে পৌঁছানোর পর সরাসরি মাসুরিতে চলে যান ভারতের ক্রিকেট-কিংবদন্তি। মাসুরিতে বরাবরের মতো এবারো তার ঠিকানা বন্ধু ও ব্যবসার অংশীদার সঞ্জয় নারাংয়ের হোটেল।

বড়দিনের ছুটি কাটাতে ও নববর্ষ উদযাপন করতে মাসুরিতে অনেক বার গেছেন টেন্ডুলকার। গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়ার পরও সপরিবারে সেখানে গিয়েছিলেন তিনি।

অবসরের পর থেকেই তার ভবিষ্যত নিয়ে ক্রিকেট-ভক্তদের মধ্যে নানা গুঞ্জন, জল্পনা-কল্পনা চলছে। প্রিয় জায়গায় বেড়াতে গিয়ে টেন্ডুলকার যেন সবাইকে জানিয়ে দিলেন, আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানো, পরিবারের সদস্যদের সময় দেয়াই তার প্রধান লক্ষ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.