শুক্রবার সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৭৭টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৯৫৭ জন ভর্তিচ্ছু।
তাদের মধ্যে এক হাজার ৬১৮ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিষয়ে স্নাতক শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি পরীক্ষা চলাকালে বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে দুই জনকে আটক করা হয়েছে।
তাদের পরিচয় জানাতে না পারলেও প্রক্টর বলেন, ‘মোবাইলের সিম রাখা যায় এমন বিশেষ ধরনের ক্যালকুলেটর’ ব্যবহার করে তারা পরীক্ষায় ‘জালিয়াতির’ চেষ্টা করে।
এদের একজনকে রমনা থানায় এবং অন্যজনকে বংশাল থানায় সোপর্দ করা হয়েছে বলে আমজাদ আলী জানান।
এর আগে গত ১৫ নভেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিনও একইভাবে জালিয়াতি করতে গিয়ে ধরা পরে সাব্বির আহমেদ নামে এক যুবক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি বহন নিষিদ্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।