সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com
ইয়াসিন ভটকালকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ইন্ডিয়ান মুজাহিদীনের নাকি টার্গেট মোদি। তারা মোদিকে মেরেই ক্ষ্যান্ত হতে চাই। ইসলাম কাউকে অধিকার দেয়নি এভাবে যাকে তাকে হত্যা করার। ইসলামে ধর্ষনের অপরাধে যে শাস্তি আছে বা চুরির জন্য যে শাস্তি আছে তা আমি আপনি দিতে পারবো না। এটা একমাত্র ইসলামী রাষ্ট্রের আমীর বা আমীর কর্তৃক নিযুক্ত কাজীই দিতে পারবে।
যদি আমি আপনি শাস্তি দেওয়া শুরু করি তবে কত বড় ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হবে তা চিন্তা করুন। যাইহোক, এখবর নিউজ পেজ গুলোতে প্রকাশ পেতেই কিছু কমেন্ট নজরে পড়ল যার সারকথা হল, মোদির কিছু হলে মুসলিমরা বুঝবে ঠেলা। মানে মোদির কিছু হলেই মুসলিমরা কাটা পড়বে, মার খাবে, মুসলিমদের ঘরবাড়ি পুড়বে, মা-বোন ধর্ষিত হবে।
যদি কোন উগ্র মুসলিম মোদিকে হত্যা করে তবে দেশে সত্যিই বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সারা দেশে দাঙ্গা লাগবে এবং সরকারের পক্ষে তা আটকানো অসম্ভব হয়ে পড়বে।
ফলে কোটি কোটি মুসলিমের ঘর বাড়ি পুড়বে, মা-বোন ধর্ষিত হবে, লক্ষ্য লক্ষ্য মুসলিম মারা যাবে। এদেশের মুসলিমরা এমন পঙ্গু হবে যে আগামী একশ বছরেও হয়ত স্বাভাবীক জীবনে ফিরে আসতে পারবে না। অবশ্য সেই দলের লোক যারা মোদিকে মারবে তারা তাতেও খুশি থাকবে। নিজেকে মুজাহিদ মনে করে গর্ববোধ করবে। এবং নিজেদের ও যারা তাদের কারণে মরল, ধর্ষিত হল, নিঃস্ব হল তাদের জান্নাতী মনে করবে।
আসলে এই ধরনের কাজকে কোন মতেই, কোন ভাবেই সমর্থন করা যায়না। যারা মোদিকে হত্যার কাজে লেগে আছে তাদেরকে আমি মুর্খ, পথভ্রষ্ট ছাড়া কিছুই মনে করিনা। আর তাদের অনুরোধ করব মুসলিমদের ভালো মনে করে কিছু করতে গিয়ে আরো বেশি ক্ষতি করবেন না।
মন্দ দূর করতে গিয়ে আরো বেশি মন্দ আনয়ণ করাকে ইসলাম সমর্থন করেনা। মন্দ দিয়ে মন্দ দূর করাও যায়না।
বাত ঠিক করতে গিয়ে কুষ্ঠ রোগ আনা বুদ্ধিমানের নয় বোকার কাজ। আল্লাহ বলেন, '...মন্দ প্রতিহত কর উতকৃষ্ট দ্বারা...' [সুরা ফুসসিলাত/৩৪] আর মোদি যে কাজ করেছে তার শাস্তি কি মানুষের পক্ষে দেওয়া সম্ভব? হাজার হাজার লোককে হত্যা, এত ধর্ষন, ঘরবাড়ি পোড়া, গর্ভবতী মায়ের পেট চিরে বাচ্চা বের করে ত্রিশুলে ঢুকিয়ে ঘুড়িয়ে বেড়ানোর শাস্তি কোন মানুষ দিতে পারবে?? তার উপযুক্ত শাস্তি দিতে পারবে একমাত্র আল্লাহ। আর আমাদের উচিত আল্লাহর উপরই ভরসা রাখা। তিনিই শ্রেষ্ঠ বিচারক।
[ইন্ডিয়ান মুজাহিদীন আছে না নাই তা আল্লাহই ভালো জানেন।
কারণ এ নিয়ে অনেক মতভেদ আছে]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।