আমাদের কথা খুঁজে নিন

   

তেহেলকার সম্পাদক তেজপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

ভারতের নামকরা ম্যাগাজিন তেহেলকার সম্পাদক তরুণ তেজপালই এর বিরুদ্ধে এক মহিলা সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযোগ, গোয়ায় তেহেলকার একটি অনুষ্ঠান চলাকালীন লিফটের মধ্যে টেনে নিয়ে গিয়ে ওই মহিলার শ্লীলতাহানি করেছেন তরুণ তেজপাল।

এদিকে এ অভিযোগ ওঠায় সবথেকে বেশি খুশি হয়েছে বিজেপি। দিন দশেক আগের এই ঘটনা সামনে আসতেই তেজপালকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি।

তরুণ তেজপালের স্টিং অপারেশনই একদিন নড়িয়ে দিয়েছিল বিজেপিকে।

আর্মসগেট কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বঙ্গারু লক্ষ্মণের। তাই, তেজপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠায় স্বভাবতই খুশি বিজেপি। তরুণ তেজপালের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে গোয়ার বিজেপি সরকার।

এদিকে ঘটনা সামনে আসার পরই পরই তরুণ তেজপাল চাকরি ছেড়ে দিয়েছেন। চিঠিতে দুঃখ প্রকাশ করে ছ'মাসের ছুটিতে চলে গেছেন তেজপাল।

ইতিমধ্যেই নিজস্ব তদন্ত কমিটি তৈরি করেছে তহেলকা পত্রিকা। নির্যাতিতা মহিলা অবশ্য বলছেন, তাঁর কথা তেমন গুরুত্ব দিয়ে শোনেইনি ওই কমিটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।