আমাদের কথা খুঁজে নিন

   

করাচিতে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ৭

শুক্রবার করাচির ব্যস্ত এলাকা আঞ্চলিতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। এলাকাটি প্রধানত শিয়া অধ্যুষিত। আশুরার দিন পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে শিয়া-সুন্নি সাম্প্রদায়িক সংঘর্ষে আটজন নিহত হওয়ার পর থেকে পাকিস্তানজুড়ে দুটি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রাওয়ালপিন্ডির ওই ঘটনার জের ধরে আরো কয়েকটি এলাকায় সৃষ্ট সংঘর্ষে দুই সম্প্রদায়ের আরো কয়েকজন মারা যান। আঞ্চলিতে বিস্ফোরণের পর উত্তেজিত জনতা ঘটনাস্থলে জমায়েত হয়ে হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করে।

পুলিশ জানিয়েছে, একটি ক্যাফে ও একটি চায়ের দোকানের সামনে পার্ক করে রাখা একটি মোটরসাইকেলে বোমা দুটি রাখা ছিল। তবে শিয়াদের লক্ষ করেই হামলাটি চালানো হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা জাভেদ ওদহো। এর কারণ হিসেবে বিস্ফোরণ এলাকার আশপাশে অনেক সুন্নি পরিবার বসবাস করার কথা জানিয়েছেন তিনি। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন বলে জানা গেছে। জোড়া এই বিস্ফোরণের পর করাচিতে উচ্চ সতর্কতা জারি করেছে নিরাপত্তা বাহিনী।

হামলার নিন্দা জানিয়ে শিয়া গোষ্ঠীগুলো শনিবারকে শোক দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।