আমাদের কথা খুঁজে নিন

   

করাচিতে দু’দফা বোমা হামলায় নিহত ৩

পুলিশ জানয়েছে, দলটির কার্যালয় লক্ষ করে ছোড়া এ বোমায় আরো অনেকে আহত হয়েছে। দলটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে নির্বাচনে অংশ নেয়ায় তারা তালেবান যোদ্ধাদের লক্ষবস্তুতে পরিণত হয়। এবার নির্বাচনী প্রচারাভিযানের শুরু থেকেই প্রার্থীদের বিরুদ্ধে সহিংসতায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনাগুলোতে তালেবানদের দায়ী করা হয়েছে।

পুলিশের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, এমকিউএম এর কার্যালয়ে শনিবারের ওই হামলায় দলটির কোন সদস্য নিহত হননি। করাচিতে দলটির নেতা মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর দিনই এ হামলা হয়। ওদিকে, শুক্রবার দেশটির আওয়ামী নেশনাল পার্টির প্রার্থী সাদিক জামান খাত্তাক ও তার ছেলেকে এক মটর সাইকেল আরোহী গুলি করে হত্যা করে। শুক্রবার নামাজ পড়ে বের হওয়ার সময় তাদেরকে হত্যা করা হয়। আহত হন আরো ৪ জন।

আগামী ১১ই মে পাকিস্তানে প্রথম গণতান্ত্রিকভাবে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।