আমাদের কথা খুঁজে নিন

   

ইসিকে সহায়তা করাই সর্বদলীয় মন্ত্রীসভার মুল লক্ষ্য

আগামী দশম জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে সহয়তা করাই নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রী সভার মুল লক্ষ্য বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, আমরা একটি সুষ্ট, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন চাই। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমরা শুধু তাদেও সহায়তা করবো। নির্বাচন কমিশনকে সহয়তা করাই নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রী সভার মুল লক্ষ্য।

আজ শনিবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

আইন প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশও সৃষ্ঠি হয়েছে। সমস্ত দেশবাসি নির্বাচন চায়। নির্বচনকালীন সর্বদলীয় মন্ত্রীসভাও গঠন করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে কারচুপি করার কোনো ইচ্ছে আমাদের নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন তিনি কারচুপরি নির্বাচন চান না। নির্বাচনকালীন মন্ত্রী সভা নির্বাচনী আচরণ বিধি অক্ষরে অক্ষরে মেনে চলবে। লেভেল প্লেয়িং ফিল্ড'র কথা বলা হচ্ছে।   নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

বিরোধী দলকে সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, আপনাদের জনপ্রিয়তা যাচাইয়ের একটি মাত্র পথ নির্বাচন।

  নির্বাচনে অংশ নিন। জনগণ যদের ভোট দেয় তারাই সরকার গঠন করবে। জনগণ যাকে চায় সেই প্রধানমন্ত্রী হবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।