আমাদের কথা খুঁজে নিন

   

সরকার যদি ইসিকে সহযোগীতা না করে তবে ইসির কি করণীয়?

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ... "গোলযোগ হলে দায় নেবে না ইসি" শিরোণামে প্রথম আলোর লেখাটিতে মানুষের মন্তব্য দেখে একটু অবাকই হলাম। প্রায় বেশীরভাগ মানুষই এ টি এম শামসুল হুদাকে পদত্যাগ করতে অনুরোধ করেছে। ওনারা সবাই ভাবছেন পদত্যাগেই সমাধান!! ফখরুদ্দিনের আমলে মানুষজন যখন না বুঝে ফখরুদ্দিনকে কুত্তারবাচ্চা বলে গালি দিয়েছিলো, ঠিক একইভাবে আজকে মানুষজন না বুঝেই শামসুল হুদা সাহেবের পদত্যাগ চাচ্ছে। মনে করেন তার জায়গায় বর্তমানে আপনি আছেন। আপনি সরকারকে বললেন সেনা মোতায়ন করতে। সরকার/সরাষ্ট্রমন্ত্রলায় নিজেদের স্বার্থে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে সেনা মোতায়ন করলো না। এখন আপনি কি করবেন? পদত্যাগ করাটাই কি সমাধান হবে? নিজ নিজ অবস্থানে থেকে অনেকেই ভালো কিছু করার চেষ্টা করছেন, যাদেরকে সরকার সমর্থন করছেন না। কেনোনা সরকার নিজেই দুর্নীতিগ্রস্থ। তাহলে সমাধানটা এই, যারা ভালো কিছু করার চেষ্টা করছে তারা তাদের নিজ নিজ জায়গা ছেড়ে দিক, পদত্যাগ করুক এবং সরকারকে দুর্নীতি করার সুযোগ করে দিক..... বোকা জনগণ!! আপনারা এ টি এম শামসুল হুদাকে পুতুল বলছেন, অথচ লক্ষ্য করে দেখুন আমরা বাংলাদেশের প্রায় প্রতিটা জনগণই সরকারের হাতের পুতুল হয়ে আছি!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.