বাবা/মা'রা বেকার সন্তানকে সারাজীবন বসিয়ে খাওয়াতে পারেন
কিন্তু যখন-ই তারা কন্যাদায়গ্রস্ত হয় তখন-ই কেমন যেন হয়ে যান!
কিছু কিছু মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়েও লাথি/ঝাটা খায়,
বাপের বাড়িতে বিয়ে না হয়ে থাকলেও লাথি/ঝাটা খায়!
( এক ছোট বোন সহ কয়েকজনের কাহিনী )!
মেয়েদের কপাল না কি বান্দির কপাল!
আসলে প্রত্যেক মেয়ের এখন স্বাবলম্বী হওয়াটা জরুরী!
যাতে এই ধরনের দুর্বিষহ সময়ে সে নিজের উপর আস্থা রাখতে পারে!
আবার আর একটি ঘটনা- সব জেনেশুনে এক মেয়েকে দেখতে এসে যখন পাত্রপক্ষ
হুট করে দেখে ফেলা সেই বাড়ির -ই অন্য কোন মেয়েকে পছন্দ করে ফেলে
তখন সেই পাত্র/ পাত্রপক্ষের লোকজনের চোখে গরম সীসা ঢেলে দেয়া দরকার!
মাঝে মাঝে শোনা যায়- বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে বা
ছোট বোনকে দেখতে এসে বিয়ে হয়নি এমন বড় বোনকে পছন্দ করে ফেলে পাত্র পক্ষরা!
( কয়েকজনের অভিজ্ঞতা শুনে!)
আসলে বিয়ের ব্যপারটাতে মেয়েদের যন্ত্রণার শেষ নেই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।