আমাদের কথা খুঁজে নিন

   

লিভারপুল-এভারটনের রোমাঞ্চকর ‘ডার্বি’

এভারটনের মাঠ গুডিসন পার্কে দু-দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি লিভারপুল, শেষ মুহূর্তের গোলে ড্র করেছে। খেলার ফলাফল ৩-৩। ১২টি করে ম্যাচ খেলা লিভারপুলের ২৪ ও এভারটনের ২১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। পঞ্চম মিনিটে অধিনায়ক স্টিভেন জেরার্ডের কর্নার থেকে লিভারপুলকে এগিয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কতিনিয়ো।

তবে তিন মিনিট পরই মিডফিল্ডার রস বার্কলির পাস থেকে গোল করে এভারটনকে সমতায় ফেরান বেলজিয়ামের ফরোয়ার্ড কেভিন মিরালাস। ১৯ মিনিটে আবার লিভারপুলের গোল। দারুণ এক ফ্রি-কিক থেকে গোলটি করেন ছন্দে থাকা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস। অনেকক্ষণ পিছিয়ে থাকার পর ৭২ মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর লক্ষ্যভেদ দ্বিতীয়বারের মতো সমতায় ফেরায় এভারটনকে। ৮২ মিনিটে স্বাগতিকদের ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে দেয়ার কৃতিত্বও লুকাকুর।

৩-২ গোলে এগিয়ে থাকা এভারটন যখন ২২১তম ‘মার্সিসাইড ডার্বি’ জয়ের স্বপ্ন দেখছিল ঠিক তখনই লিভারপুলের গোল। ৮৯ মিনিটে জেরার্ডের ফ্রি-কিকে হেড করে অতিথি দলের এক পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেন স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।