প্রথমে সালাম নিবেন । আশাকরি আপনারা সবাই ভালো আছেন । বন্ধুরা আমার লিখার মধ্যে কোনও ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন। =================================================================
=================================================================
ইয়ান্নিস হাজোপোলোস নামে গ্রীসের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র মুসলিম দের জন্য বিশেষ ধরনের সিমকার্ড উদ্ভাবন করেছেন । এই সিমকার্ডে পবিত্র কাবা শরীফের দিক নির্ধারণ, নামাযের ওয়াক্ত সঠিকভাবে নির্ধারণ এবং নামাযের সময়ে কল না আসে, সেজন্য স্ব্য়ংক্রিয় ব্যবস্থা রয়েছে ।
তাছাড়া ইসলামিক ক্যালেণ্ডার রয়েছে এই অভিনব সিমকার্ডে । ফলে বিশেষ করে মুসলিমরা ধর্ম পালনের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে । এই সিমকার্ডটি ইচ্ছেমতো Activet কিংবা Diactivet করা যাবে । এই সিমকার্ডটি একইসঙ্গে সাধারণ মোবাইলে এবং স্মার্টফোনেও ব্যবহার করা যাবে । তাই আফ্রিকা ও এশিয়া মহাদেশে এর বিপুল চাহিদা হওয়ার সম্ভাবনা আছে ।
এই নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যে তথ্য-প্রযুক্তি মেলা হতে যাচ্ছে সেখানে সিমটির প্রদর্শনী হবে। Blufish টেকনোলজিস এই সিমটি এশিয়ার বাজারে নিয়ে আসছে । এই সিমকার্ডটির ব্যপারে বিস্তারিত জানার জন্য এখানে দেখেন । তো বন্ধুরা এই সিমটি নেওয়ার জন্য তৈরি থাকুন এবং আমার লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ।
বিস্তারিত জানতে এই সাইটে vusit করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।