একটা চাকরি দিবে? ফুলটাইম। নয়টা-পাঁচটা।
ওভারটাইম জরুরী হলে করতে রাজি।
এই ধরো কাঁচাবাজার, রান্নাবান্নায় এটাসেটা
এগিয়ে দিলাম। বিনানোটিশে ছুটি নিবো এমন পাজি
না হয় হলাম।
তোমায় গোসল করিয়ে দিলাম।
সিডি ক্যাসেট আনিয়ে নিলে। বলতে পারো গোলাম
তোমার। চুলটা বেঁধে দিতেও পারি। অফিস পরে
তোমায় নিয়ে লিখতে পারি কাব্য কিছু।
জরিয়ে ধরে
শোনাতে পারি। ভিজিয়ে দিবো খসখসে ঠোঁট।
গুছিয়ে দিবো তোমার ঘরের ওলটপালট।
একটু শুধু জায়গা রেখো থাকার খাওয়ার।
বুকের মধ্যে আমার অবাধ চলাফেরার।
রাজি আছো? কনট্রাক্টটা রেডি আছে। এদিকে
দেখো। সাইন করো তোমার ঠোঁটের লিপস্টিকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।