কেউ বুঝে না এই আমাকে...তাই আমিও কাউকে আর বুঝতে চাই না। এমন কোন ব্লগার বন্ধু নেই যে, যার অনলাইন নিউজ পোর্টাল সম্পর্কে ধারণা নেই। তথ্য প্রযুক্তির এই সময়ে প্রগতিশীল ব্লগারদের অনেকে ফ্রি-ল্যান্স কাজ করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। অভিযোগ আছে, এসব নিউজপোর্টালে অবাধ লেখার স্বাধীনতা নেই। কিন্তু ব্যতিক্রমও আছে ।
ফ্রিল্যান্স লেখার অবাধ স্বাধীনতা নিয়েও আপনি ব্যতিক্রমী দু-একটি জায়গায় কাজ করতে পারেন। ব্যক্তিস্বাধীনতাকে খর্ব না করেও আপনি চাইলে ঘরে বসে আপনার সৃজনশীলতার পরিচয় দিয়ে ব্লগিংয়ের পাশপাশি বাড়তি কিছু আয় উপার্জন করে নিতে পারেন।
গত কিছুদিন ধরে বাংলাদেশের নতুন কিছু অনলাইন নিউজর্পোটাল তরুণ প্রজন্মের মেধাবী ব্লগারদের জন্য তৈরি করছে উন্মুক্ত সাংবাদিকতার সূযোগ। যেখানেই থাকুন না এতে আপনি চটজলদি লেখা পাঠানের সুযোগ পাচ্ছেন। আপনার লেখা সময়োপযোগী হলে অবশ্যই আপনি সেখানে পাবেন কাজ করার অধিকার।
ফুলটাইম কাজ করা সম্ভব না হলেও পার্টইম কাজ করার জন্য যুক্ত হতে পারেন। এই আকালের যুগে শুধু লেখালেখি করে ৮/১০ হাজার টাকা বাড়তি মাসিক আয় মন্দ কী?
আপকাপিং অনলাইন একটি নিউজ পোর্টালের নাম 'প্রতিমুহূর্ত.কম। ' এতে থাকছে ফ্রিল্যান্স ব্লগারদের কাজ করার সূযোগ। তবে শর্ত একটাই অবশ্যই আপনাকে ব্যতিক্রমী চিন্তা-ভাবনার অধিকারী হতে হবে। কারণ শুরু থেকেই 'প্রতিমুহূর্ত.কম' ব্যতিক্রমী কাজের মাধ্যমে পৌছে যেতে চায়ছে সব-বয়সী পাঠকের কাজে।
এই নিউজপোর্টালের দুটি বিজ্ঞপন নিচে দেওয়া হলে। এতেই বুঝতে পারবেন কী ধরণের ব্যতিক্রমী চিন্তা নিয়ে তারা যাত্রা শুরু করেছে।
আসুন, ব্যতিক্রমী কিছু করার প্রত্যয়ে যোগ দেই , প্রতিমুহূর্ত.কমে। শুরুতে টাকা পাওয়ার পরিমানটা কম হলে আপনার আগ্রহ আর কাজের গতি অবশ্যই আপনাকে নিয়ে যাবে কাঙ্খিত গন্তব্যে।
কনফিডেন্স নিয়ে কাজ করতে চাইলে অনলাইন নিউজে কী কী থাকতে পারে তার একট প্ল্যনিং করে সিভি সহ পাঠিয়ে দিন আগামী ১৫ এপ্রিলের মধ্যে নিচের ই-মেইলে।
কোনো বিশেষ বিষয় নিয়ে কাজ করতে চাইতে তাও উল্লেখ করবেন। ভালো আর ব্যতিক্রমী আইডিয়া পেলে নিশ্চিত আপনি ডাক পাবেন বলে আশা করতে পারেন
>>
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।