মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ রোববার দুপুর ১টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে কলেজের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ রাব্বির সাথে দ্বিতীয় বর্ষের ছাত্র বেল্লাল মীরের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা হল, রাব্বি, বেল্লাল মীর, আকিল, সোলায়মান ও কাবিল। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কলেজের শিক্ষক ও স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে কালকিনি থানার পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ এস.এম বজলুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ আসতে আসতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ আসার খবর পেয়ে দু'পক্ষই ক্যাম্পাস ছেড়ে চলে যায়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।