সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি, যা বেতার ও টেলিভিশনে প্রচার হবে।
শেরে বাংলা নগরে ওই ভাষণ রেকর্ড করার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয় থেকে বের হন কাজী রকিব।
প্রধান বিরোধী দলের বর্জনের হুমকির মধ্যে তফসিল ঘোষণাসহ নানা বিষয়ে সিইসির কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা।
উত্তরে কাজী রকিব বলেন, “আপনরা যা যা জানতে চান, ভাষণে সব প্রশ্নের উত্তর পাবেন। এখনো সমঝোতা হলে ওয়েলকাম।”
এসময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, যুগ্মসচিব জেসমিন টুলী উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।