জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি
সংঘাত, হানাহানি'র ভূমি বাংলাদেশ আবারো আরেকটি ক্রান্তি লগ্নে। পর্দার আড়ালের হিংস্র ঐ হায়েনারা প্রিয় দেশকে 'লগি-বৈঠার' যুগে ফিরিয়ে নিয়ে আড়ালে দেখো কি অট্টহাসি হাসছে। যেন তাদের বিদ্রুপপূর্ণ চাহনী বাংলার মানুষকে ব্যঙ্গ করে মনে করিয়ে দিচ্ছে কবিগুরুর সেই অমর বাণী- ''সাত কোটি মানুষের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙ্গালী করে মানুষ করনি। ''
সত্যিই! মানুষের মত মানুষ যে আমরা এখনো হয়ে উঠিনি! নাহলে কেন প্রতি পাঁচ বছর পরপর একই ঘটনার পূণারাবৃ্ত্তি হতে থাকবে? কেন দেশরক্ষার মহান দায়িত্ব পাশে সরিয়ে রেখে সেনাবাহিনীকে বারংবার এগিয়ে আসতে হবে দেশে শান্তি ফিরিয়ে আনতে? আর সেনাবাহিনী'র সদস্যরাই যদি দেশকে নেতৃত্ব দিতে বেশি সক্ষম আমাদের রাজনীতিবীদদের চেয়ে, তাহলে কি দরকার এই পঁচা রাজনৈতিক নেতাদের?
তাই প্রশ্ন জাগছে, এই নাভিঃশ্বাস উঠা পরিবেশের শেষ কোথায়? কিবা তার সমাধান? ডান-বাম আর সুবিধাপন্থীদের মিশেল আওয়ামী লীগ আর বিএনপি....পদে পদে ঠোকর খেতে থাকা সুবেহ বাংলা'র মানুষ একে একে এদের সবাইকেই তো ক্ষমতার মসনদে বসালো। সেনাবাহিনীও তো কম চেষ্টা করেনি।
তারপরও কেন তাদের আমাদের এতো অধঃগতি!
কোথায় রয়েছে এই সমস্যার সমাধান?
বিশ্ব দরবারে আবারো মাথা হেট হতে যাওয়া অলি-আউলিয়াদের এই ভূমি'র মানুষকে তাই নতুন করে ভাবতে হবে। জানতে হবে পর্দার আড়ালের ঐ ক্রীড়ানকদের হীন চক্রান্ত। বুঝতে হবে আলেমদের রক্তে হাত রাঙানো, দেশের মানুষকে নিয়ে খেলতে থাকা আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার সমাধান ব্যর্থ বি,এন,পি-কে দিয়ে পূরণ হবার নয়।
আজ সময় হয়েছে এই দূর্নীতিবাজদের জায়গায় নতুন কোন শক্তিকে ক্ষমতায় নিয়ে আসার। আর এরজন্যে লক্ষ উদ্দেশ্যহীন মানুষের দরকার নেই...বরং সৎ, ত্যাগী, কর্মঠ কয়েক'শ মুষ্টিমেয় মানুষই যথেষ্ট।
আর সবার আগে প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা দিতে সক্ষম যুযোগ্য নেতৃত্ব।
কে নিতে পারেন সেই দায়িত্ব? কি হতে পারে তার যোগ্যতার মাপকাঠি?
অত্যাচারী গৌড়গোবিন্দের হাত থেকে প্রাচীন সিলেটের জনমানুষদের মুক্তি দিতে সুদূর ইয়েমেন থেকে ২৭ বছর বয়সী শাহ জালাল (র.)-এর পদার্পন হয়েছিলো সেই ভূমে। ইতিহাসের পরিক্রমায় আজ যখন সমগ্র বাংলার মানুষ উৎপিড়িত, নিপীড়িত....আমাদের এখন কি তার মতই আরেকজনকে প্রয়োজন নয়?
কে হবেন তবে এই একবিংশ শতাব্দির শাহ জালাল? কোথা হতে হবে তাঁর আগমন? কারা হবেন তাঁর সঙ্গী-সাথী?
আমি তার অপেক্ষাতেই পথ চেয়ে রইলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।