আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে সারা দেশে নিহত ৭

টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে অবরোধ কারীদের সংঘর্ষে বিজিবি সদস্যসহ সাত জন নিহত হয়েছে।

কুমিল্লা : কুমিল্লায় অবরোধ কারীদের সঙ্গে পুলিশ-বিজিবি সদস্যদের সংঘর্ষে রিপন (৩৮) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

অন্য দিকে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার লাকসামে পুলিশ- আওয়ামী লীগ ও  অবরোধ কারীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে বাবুল মিয়া (৪৫) নামে শ্রমিক দলের এক কর্মী নিহত হয়।

বগুড়া : বগুড়ায় পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষে যুবদলের এক নেতা নিহত এবং গুলিবিদ্ধসহ আরো কমপক্ষে ২০ জন আহত হয়েছে। নিহত যুবদল কর্মী ইউছুফ (২৬) বগুড়া শহরের ২১ ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।  

সাতক্ষীরা : জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন ওলামা লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে  দুর্বৃত্তরা। আজ সন্ধায় উপজেলার দেয়াড়া  নতুন বাজারে  এ ঘটনা ঘটে।

অন্য দিকে সাতক্ষীরার কলারোয়ায় দুর্বৃত্তদের হামলায় মাহবুবুর রহমান বাবু নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মাহবুব কলারোয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আলাইপুড় এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধরে বেদম প্রহার করে। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

বরিশাল : বরিশালে পিকেটারের ছোড়া ইটের আঘাতে আহত কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলাম (২৬) মঙ্গলবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সিরাজগঞ্জ : নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮দলীয় জোটের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।