আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধকারীদের হামলায় প্রাণ গেল টেম্পো চালকের

বুধবার সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার এ জে চৌধুরী কলেজ বাজারের কাঁছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ এরশাদ আলী (২৫) পটিয়া উপজেলার বরিয়া গ্রামের তৈয়ব কোম্পানির ছেলে।
এরশাদের ছোট ভাই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  জানান, তার ভাই সকালে টেম্পো নিয়ে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে যান। সেখান থেকে ফেরার পথে কলেজ বাজারের অদূরে পিকেটাররা তার টেম্পোতে হামলা চালায় এবং মারধর করে। এক পর্যায়ে টেম্পোটি উল্টে যায় এবং তার নিচে চাপা পড়ে আহত হন এরশাদ।

গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান। এরশাদের ভাই সাইফুল জানান, টেম্পোচাপা পড়ার পর মোবাইলে ফোন করেন তার ভাই। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন তারা।

“হাসপাতালে আনার পথে আমাকে পুরো ঘটনা বলেছে ভাই। ”
গত ২৭ অক্টোবর চট্টগ্রামের সাতাকনিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গভীর রাতে হরতাল চলাকালে পিকেটারদের ছোড়া ইটে ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছিল।

১০ নভেম্বর হরতাল চলাকালে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মদুনাঘাটের নেয়ামত আলী সড়কে পিকেটারদের ধাওয়ায় টেম্পা উল্টে মারা যান একটি বেসরকারি হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।