আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধকারীদের ধাওয়ায় ট্রলি চালক নিহত

লালমনিরহাটের পাটগ্রামে অবরোধকারীদের ধাওয়ায় খেয়ে পালাতে গিয়ে ট্রলি উল্টে চালক মমিনুর রহমান (২৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের সহকারী জামাল হোসেন(২৫)।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কাফিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চালক মমিনুর রহমান পাটগ্রাম পৌর এলাকার মির্জারকোট এলাকার সাফিউল ইসলামের ছেলে এবং আহত জামাল একই এলাকার আজিজুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের কাফিরবাজার এলাকায় অবরোধকারীরা পাটগ্রামগামী একটি ট্রলিকে পেছনে দিক থেকে ধাওয়া করে।

এ সময় ট্রলি নিয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই খাদে উল্টে পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক মমিনুর রহমান।

গুরুতর আহত অবস্থায় চালকের সহকারী জামাল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।