আমাদের কথা খুঁজে নিন

   

যেটুকু প্রয়োজন



নিঃসঙ্গ পড়ে থাকা ও সমাধি আমার নয়, যে সমাধি পাইনা কোন ফুল শিশির ভিন্ন একবিন্দু অশ্রু সে সমাধি আমার নয়| যে সমাধি পাইনি প্রিয়জনের একটি দীর্ঘশ্বাস করেনি দাড়িয়ে থাকা পথিকের কিছুটা মৌন সময় ক্ষয় সে সমাধি আমার নয়; তুমি ভুল করছো ওখানে পাথর কেঁটে লিখো না এ নাম, দেখো ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রস্তর খন্ডে র নিচে যাদের শুয়িয়েছিলে এককালে ওরা কেউ অক্ষত নেই, একবারের বর্ষায় ই মাটি বসে বেড়িয়ে পড়েছে অস্থি কারো বা অঙ্গপ্রতঙ্গ নিয়ে গেছে নিশাচর শবখেকোর দল আগাছায় ঢেকে গেছে কারো বা অস্তিত্ব ক্ষয়ে গেছে পাথরে লেখা নাম, অন্তষ্টিক্রিয়ার পর দ্বিতীয় বার কেউ করেনি স্বরণ একটু পরিচর্যা সামান্য ই যেটুকু প্রয়োজন| ও সমাধি আমার নয়, কোন সমাধি ই পাই না একবারের বেশি করুন বিলাপ সময়ের পায়ে পাথর বেঁধে টিকে থাকে প্রিয়জনের অপেক্ষায় এক বিন্দু অশ্রু একটি দীর্ঘশ্বাস কিছুটা মৌন সময় ক্ষয়.... ও সমাধি আমার নয় | আমিও তো চেয়েছি একবিন্দু অশ্রু হৃদয় মূল থেকে সমাধির ধূলি স্পর্শ করতে এগিয়ে আসা একটি আঙ্গুল বর্ষার বারিধারার পবিত্র জল, আমি ও চেয়েছি রাস্তার ধারে পড়ে থাকা মৃতশালিকের মতো পা দু'টি আকাশে তুলে দেখাতে ধৃষ্টতা, বলতে চেয়েছি তুমি আমায় দেহ থেকে বিচ্ছিন্ন করতে পারো আস্তিত্ব থেকে নয়| নিঃসঙ্গে ও সমাধির সারি তো শবের ভাগার ও সমাধি আমার নয়, পারলে মনে রেখো ওখানেই লিখো নাম কিছুটা স্মৃতি মস্তিষ্কে রেখো সমাধির একখন্ড তুচ্ছ পাথর কে করো না স্বরণ, নিঃসঙ্গ পড়ে থাকা ও সমাধি আমার নয় তোমাদের ইতিহাসের পাতায় কিছুটা জায়গা আমারো চাই, সামান্য ই যেটুকু প্রয়োজন|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।