আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম আজমের রায়ের যেটুকু লাভ হলো

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো ব্যক্তিগতভাবে আজকে ইফতারির সময় খবরটা শুনে আমি আনন্দিত হয়েছি। এই আনন্দের কারণ, এখন আমি আঙ্গুল ফুটিয়ে বলার সুযোগ পাচ্ছি- আগেই কইসিলাম আওয়ামী লীগ বিচার করবে না। আসলে এই আনন্দের পেছনে কারণটা আরও গভীর। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যা খুশি তাই করার যে অধিকার আওয়ামী লীগ ভোগ করছিল- সেটা অনেক ঘটনার ইঙ্গিতেও দলজীবি কট্টর সমর্থকদের সামনে স্পষ্ট হচ্ছিল না। কম্প্রোমাইজড রায়ের মাধ্যমে প্রমাণিত হলো মূলত রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই জাহানারা ইমামের আন্দোলন হাইজাক করে সেক্টর কমান্ডার ফোরাম আর সুশীল সমাজের সমর্থন নির্বাচনে ব্যবহার করছিল লীগ।

এর ফলে যেকোন যৌক্তিক আন্দোলনে জামাতি-হিজবুতি ভূত দেখা, মাথায় হিজাব আর দাড়ি দেখলেই রাজাকার ট্যাগ দেয়া, নিরঙ্কুশভাবে নিজেদের স্বাধীনতার স্বপক্ষ শক্তি হিসাবে দাবি করার এখতিয়ার হারালো লীগ। একধরনের উগ্র জাতীয়তাবাদের বিষে তরুণ প্রজন্ম বেবুঝ নেশায় মেতেছিল। এরা কারাদন্ড চায় না শুধু ফাসি চায়। আজকে যারা রায় মানি না কচ্ছেন, বিচারক আর প্রসিকিউশনের দোষ দেখতেছেন তারাও ভিন্ন রায় পেলে বিচার প্রক্রিয়া, প্রসিকিউশনের দুর্বলতা, সরকারের টেনেটুনে ইলেকশন ইয়ারে নিয়ে এসে রায় দেয়াকে অভালুক করতেন। প্রসিকিউশনের দুর্বলতার কথা, আওয়ামীলীগের স্বদিচ্ছার অভাবের কথা বললে রাজাকার, ছাগু, ছাগ-বান্ধব এমন নানান ট্যাগ বর্ষণ হতো।

এই বেবুঝ জাতীয়তাবাদ ন্যায়বিচারের মত নিরীহ শব্দকেও ছাগ-শব্দে পরিনিত করেছে। মানে দাড়ালো 'বিচার যাই হোক যেভাবেই হোক, দা তাল গাছ ইজ মাইন্'... এই উন্মাদনা থেকে আশু মুক্তির দরকার আছে। এটি মুক্তিযুদ্ধের চেতনার একটি বড় মুক্তির দিন। এখন চেতনা কোন দলের না বরং সাধারন মানুষই এর দখল ফিরে পেল। এটা ঠিক যে সাধারন মানুষ এই চেতনার রাজনৈতিক রূপ দিতে পারবে না।

তারা তীব্র হতাশ হয়ে বিএনপি-জামাতকে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রতারনার, সীমাহীন দূর্নীতির বদলা নিবে। কিন্তু মুক্তিযুদ্ধ যে মোরাল হাই গ্রাউন্ড দিয়েছে সেখানে পরাজিত শক্তি হিসাবে জামাত আর তাদের শীর্ষনেতাদেরবাংলাদেশ বিরোধী চক্রান্ত প্রমাণিত হলো। সেই সাথে এও প্রমাণিত হলো আমাদের দুটি গণতান্ত্রিক দল ভয়ংকরভাবে ক্ষমতালিপ্সু, নীতিহীন ও আমেরিকান মদদে পরিচালিত। এই স্পষ্ট উপলব্ধি আগামীতে জাতীয় উন্নতির সকল প্রশ্নে পষ্ট যুক্তির অবস্থানকে দৃঢ় করবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.