আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপদ ও সম্মানের সাথে বেচে থাকার একমাত্র অস্ত্র হলো আদব ও ভদ্রতা

বাধা মানিনা

বর্তমান প্রচন্ড ফেতনা ফ্যাসাদের জামানায় শিষ্টাচার বর্হীভুত এই সমাজের মানুষের মধ্যে নিরাপদ ও সম্মানের সাথে বেচে থাকার একমাত্র অস্ত্র হলো আদব ও ভদ্রতা। বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব যা গত ৫০ বছরেরও বেশী সময়কাল ধরে আমাদের শিক্ষা দিয়েছেন। একটা ঘটনা বলি। আমার বাবার জীবনের ঘটনা এটি। রোজার দিন, ইফতারীর আযান হচ্ছে।

চলন্ত গাড়ীতে জোরে জোরে হিন্দুদের পূজার গান বাজছে। আমার বাবা শুধু এই টুকুই বললেন যে, গাড়ীতে কি কোন মুসলমান নাই? ইফতারীর সময় পূজার গান বাজাচ্ছে?? ব্যাস! এইটুকুই। সাথে সাথে গাড়ী থামিয়ে আব্বুকে গাড়ী থেকে নামানো হলো। স্থান ধলেশ্বরী-২ ব্রীজ (তৎকালীন কুইচ্চা মারা/কুচিয়া মারা ফেরী ঘাটা) এর কাছাকাছি। স্ট্যান্ডে দাড়ানো আরো কয়েক জন আব্বুকে ঘিরে ফেললো।

একজন বড় একটা রাম দাও নিয়ে এলো। আব্বুকে জবাই দেওয়ার জন্য তারা সবাই প্রস্তুত। এমন সময়ে একজন যুবক এসে ঘটনাস্থল থেকে আব্বুকে যে কোন ভাবেই হোক ছাড়িয়ে দিয়ে চলে গেলো। ততক্ষনে ইফতারীর সময় পার হয়ে যাচ্ছে। ঘটনাস্থলে একটা চৌচালা মসজীদ দেখে আব্বু সেখানে গেলো হাতমুখ ধোয়ার জন্য।

টিপ কলে হাত দেওয়ার সাথে সাথেই কি এক অজানা কারণে কলটি পাইপের গোড়া থেকে খুলে গিয়ে সেখান থেকে পানি সজোরে উপরে উঠে সোজাসুজি আব্বুর মাথায় এসে পড়লো। ঘটনাগুলোর আকস্মীকতায় আব্বু কতক্ষন হতবিহবল হয়ে রইলেন। খুবই দ্রুত আব্বুর মাথা ঠান্ডা হয়ে আসলো। ইফতর ও নামায শেষে আব্বু যখন বিশ্ব জাকের মঞ্জিলে পৌছেলেন ততক্ষনে এশার নামাযও হয়ে গেছে। ৩ নম্বর হুজুরা শরীফের সামনে আসতেই কেবলজান হুজুর (বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) আব্বুকে কাছে ডেকে নিয়ে বললেন, ‍‍"বাবা, রাস্তা-ঘাটে চলতে ফিরতে মাথা ঠান্ডা রাখবেন।

" আব্বু কেবলাজান হুজুরের পাক কদমে পড়ে রইলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.