নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছেন। প্রস্তুতি নিচ্ছিলেন ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অংশ নেওয়া হয়নি সাকিব আল হাসানের। চার সপ্তাহ পর গতকাল অনুশীলনে নেমেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ঘণ্টাখানেক অনুশীলন করেছেন সাবেক অধিনায়ক। ২৯ অক্টোবর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ২৮ অক্টোবর রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন অ্যাপোলো হাসপাতালে। সেখানে এক সপ্তাহ থাকার পর ঘরে ফেরেন তিনি। দীর্ঘ বিশ্রামের পর আবার অনুশীলনে নামলেন এই ক্রিকেট সেনসেশন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।