আমাদের কথা খুঁজে নিন

   

সাবজেক্ট রিভিউঃ মেকাট্রনিক্স

দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!

সারা বিশ্বে যে কটা সাবজেক্ট হইচই ফেলে দেয় তার মধ্যে একটা মেকাট্রনিক্স। যদিও আন্ডার গ্র্যাজুয়েডে সাবজেক্টে হিসেবে আমাদের দেশে মেকাট্রনিক্স এর প্রচলন কম। এর আগে একটা বেসরকারী ইউনিভার্সিটি তে মেকাট্রনিক্স থাকলেও এই প্রথম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকাট্রনিক্স খোলা হয়েছে। অন্য কোন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো মেকাট্রনিক্স খোলা হয়নি। এখন আসি মেকাট্রনিক্স কি? কি কাজ এতে? কি হবে এইখানে পড়াশোনা করে? অফিসিয়াল কথা বার্তা বলার আগে যেটা বলি, তুমি যদি রোবট বানাতে চাও অথবা বায়োনিক সুপার হিউম্যান সাইবর্গ বানাতে চাও কিংবা চাও চিচিং ফাক বলার সাথে সাথে তোমার ঘরের দরজা খুলে যাবে তাহলে তোমাকে মেকাট্রনিক্স জানতে হবে।

এক কথায় বলতে গেলে, “Mechatronics is where science fiction meets reality”। মেকাট্রনিক্স শব্দ টা কে যদি ভাঙ্গতে চায় তাহলে যে কথাটা আসবে তা হল মেকানিক্স ও ইলেকট্রনিক্স। মেকানিক্যাল,ইলেক্ট্রিক্যাল ও সিএসসি এই তিনটা সাবজেক্টের সমন্বয়ে আমাদের মেকাট্রনিক্স। সেই সাথে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং কথাটাও জড়িত আছে এর সাথে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, এটাও কিন্তু মেকাট্রনিক্স এর অন্তর্গত।

কি কি পড়ানো হবেঃ ১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ২) ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ৩) কন্ট্রোল সিস্টেম ৪) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৫) পিএলসি (প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল), মাইক্রোকন্ট্রোলার, রোবোটিক্স ৬) অপ্টোমেকানিজম, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম ৭) ক্যাড ও ক্যাম ডিজাইন এছাড়া আরো ছোট খাটো বিষয় থাকছে তোমার পড়ার মধ্যে। অ্যাপ্লিকেশানঃ খালি পড়লে তো হবে না, কিছু কাজ করতে হবে। কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো তোমার মেকাট্রনিক্স জ্ঞান কিংবা চাকরির সুযোগ কোথায়ঃ 1. রোবটিক্স এবং অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং 2. কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন 3. অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, স্মার্ট ভিয়েকল ডিসাইন 4. বায়ো-মেকানিক্যাল সিস্টেম, সাইবর্গ। 5. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স 6. মোবাইল ফোন অ্যাপ্লিকেশন 7. স্মার্ট সিকিউরিটি সিস্টেম 8. ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বেতন কতঃ এক জরিপে দেখা গেছে অ্যামেরিকার একজন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারের বার্ষিক গড় বেতন ৮৩ হাজার ডলার। এছাড়া জেনে রাখো তোমার কাজকারবার হবে অত্যন্ত সুক্ষ বিষয় নিয়ে।

তাই বেতন এর চেয়েও বেশি হবার সম্ভাবনা অনেক বেশি আছে। বাংলাদেশে কি হবেঃ আসলে কেউ যদি ভাবে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে আমি বাংলাদেশে থাকবো, তার কি হবে? বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার লাগে কিন্তু ইঞ্জিনিয়ার নেই বলে অন্য ইঞ্জিনিয়ার দিয়ে কাজ চালাতে হয়। যেমনঃ ১) মাইক্রো কন্ট্রোলিং বেসড বেশ কিছু কোম্পানী আছে বাংলাদেশে যেখানে দরকার মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। ২) যে সকল ইন্ড্রাস্টিতে অটোমেটিক কন্ট্রোল এর ব্যাপার গুলো আছে। ৩) এছাড়া মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল আর সিএসইর রিলেটেড ফিল্ড তো থাকছেই।

সেই সাথে উচ্চশিক্ষার জন্য তোমার সামনে খুলে যাচ্ছে মেকাট্রনিক্স এর বিশাল দুয়ার। কারন বিদেশের নামী দামী ইউনিভার্সিটি গুলোতে মেকাট্রনিক্স এর উপর বেশ কিছু কাজ হয়ে থাকে। তাছাড়া সবচেয়ে বড় কথা, মেকাট্রনিক্স পড়লে তুমি হবা এই দেশের প্রথম প্রজন্মের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। তোমার বানানো রোবট হয়ত নিয়ন্ত্রন করবে বাংলাদেশের ট্র্যাফিক কন্ট্রোল! মেকাট্রনিক্সের জগতে স্বাগতম। - পোষ্ট দাতাঃ Ashiqur Rahman Amit ME 09, RUET General Secretary, Robotics Society of RUET. বিঃদ্রঃ পোষ্টে অ্যাড কিংবা এডিট করা লাগতে পারে।

এক্সপার্ট দের অভিমত একান্ত কাম্য। বিশেষ করে যারা বাহিরে এই নিয়ে পড়াশোনা করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.