ধুর
গুগলের Chromebook Pixel এর পর এবার Acer আনছে ক্রোমবুকে স্ক্রীণ টাচ। তবে এট Acer এর জন্য প্রথম। এবারই প্রথম তারা কোন ক্রোমবুকে টাচস্ক্রীণ যোগ করছে। এতদিন এটি ইন্টারনেটে প্রি-অর্ডারে ছিল, আর তারা আজই ঘোষণা দিল আগামী মাসে এর বাজারজাত করণের।
এটি বর্তমানে এমাজনে ২৯৯ ইউএস ডলারে অর্ডার করা যাচ্ছে।
তবে এটিতে যে শুধু টাচ্স্ক্রীণ থাকছে তা নয়, এবার এসার তার এই ক্রোমবুকে যোগ করেছে SSD হার্ডডিস্ক এবং বাড়িয়েছে র্যাম। এই ক্রোমবুকের আগের ভার্সনটি এখন পাওয়া যায় ১৯৯.৯৯ ইউএস ডলারে।
ক্রোমবুক কি এবং কেন এ সম্পর্কে আরও জানতে এখানে দেখতে পারেন। সাথে আছে Acer এর টাচ ক্রোমবুকের কিছু ছবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।