অবরোধের ২য় দিন অবরোধকারী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, খন্ড খন্ড মিছিল, টায়ারে আগুন ও গাছের গুড়ি ও বৈদ্যুতিক পিলার ফেলে মাইজদী-চৌমুহনী সহ বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে ১৮ দলের নেতাকর্মীরা।
এদিকে জেলা শহর মাইজদী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে অবরোধকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে বিএনপি নেতা আবদুল মান্নান, ফরহাদ, শুভ, মাসুদ, সুমন, রাসেল, এসএম নিজাম ও জামায়াত নেতা এসহাক খন্দকার সহ ৩৫ জন গুলিবদ্ধি সহ শতাধিক নেতাকর্মী ও পুলিশ সদস্য রবিন গুলিবদ্ধি হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চায়না পিস্তলের ২০ রাউন্ড ও শর্টগানের শতাধিক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। পরে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ কর্মীকে আটক করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ তাদের ২৫-৩০ নেতাকর্মী গুলিবদ্ধি হয়েছে বলে অভিযোগ করেন।
জানা যায়, জেলা শহর মাইজদীতে আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিনেমা হল সড়ক, বিশ্বনাথ ও রশীদ কলোনী এলাকায় অবরোধকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পিস্তলের ২০ রাউন্ড ও শর্টগানের শতাধিক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় ১৩জন গুলিবদ্ধিসহ ৩০ নেতাকর্মী আহত হয়েছে।
অপরদিকে, চৌমুহনীর পূর্ব বাজার, রেলওয়ে মোড়ে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অবরোধকারী, আওয়ামীলীগ ও পুলিশের মধ্যে কয়েক দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ করেছে।
এসময় আওয়ামীলীগ-বিএনপির ২২জন গুলিবদ্ধিসহ ৭০ আহত হয়েছে। গুলিবদ্ধিসহ আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহত ও আটক নেতাকর্মীদের নামপরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে, সকাল থেকে নোয়াখালী-লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা পায়ে হেঁটে গন্তব্য যেতে দেখা গেছে।
বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে জেলা শহর মাইজদীতে আজকের কোনো সংবাদপত্র পৌঁছায়নি। সংবাদপত্র ব্যবসায়ী মো. জাকির হোসেন জানান, বিভিন্ন স্থানে অবরোধকারীরা সংবাদপত্র বহনকারী গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান পিপিএম জানান, নোয়াখালী জেলা শহরের পৌর বাজারের সামনে পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে লক্ষ্য করে অবরোধকারীদের ককটেল নিক্ষেপ করেছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।