বগুড়ায় ছুরিকাঘাতে আহত রমজান আলীকে উন্নত চিকিত্সার জন্য আজ হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচ এ নেওয়া হয়েছে।
আজ বেলা ১২টায় ঢাকায় নেওয়ার সময় আহত কন্সটেবলের পরিবারের পাশাপাশি বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম সহ পুলিশ কর্মকর্তরা উপস্থিত ছিলেন। গতকাল সন্ধ্যার কিছু আগে বগুড়ার ফুলদিঘিতে ১৮ দলের সমর্থকরা ছুরিকাঘাতে আহত করে পুলিশ কন্সটেবল রমজানকে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে বগুড়া সিএমএইচ এ ভর্তি করায়। সেখানে তার চিকিত্সা চললেও আরো উন্নত চিকিত্সার জন্য আজ তাকে ঢাকায় নেওয়া হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান জানান, গতকাল বিকালে বগুড়া শহরের মাটিডালি এলাকায় ১৮ দলের অবরোধকারি সমর্থকরা ককটেল বিস্ফোরণ করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোঁড়ে। পালিয়ে যাওয়ার সময় ১৮ দলের সমর্থকরা শহরের ফুলদিঘিস্থ গন্ডগ্রাম এলাকায় হামলার শিকার হন পুলিশ কনস্টেবল রমজান আলী।
এসময় হামলাকারীরা রমজান আলীর কণ্ঠনালী ও পেটে ছুরিকাঘাত করে। এতে তিনি মারাত্বকভাবে আহত হন।
তার উন্নত চিকিত্সার জন্য বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এর চষ্টোয় আজ দুপুরে হেলিকপ্টার যোগে ঢাকায় সিএমএইচ এ নেওয়া হয়েছে।
উল্লেখ্য কনস্টেবল রমজান আলী দীর্ঘদিন যাবত বগুড়ায় কর্মরত ছিলেন। গত ১ মাস আগে তিনি জয়পুরহাট জেলায় বদলী হয়েছেন। ছুটিতে পরিবারের সাথে দেখা করতে এসে ছুরিকাঘাতের শিকার হন।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।