আমাদের কথা খুঁজে নিন

   

মাকে চিঠি

প্রিয় মা, মা কেমন আছো তুমি? জানো মা তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে। কতো দিন তোমার গায়ের গন্ধ পাই না মা। অনেক বেশি দূরে চলে গেছি। ঠিক কত খানি দূরত্ব আমি তৈরি করেছি জানি না। কিন্তু এখন আমি বুঝতে পারি মা আমি কেনো দূরে চলে গেসি।

তোমার কাছে ফিরতে চাই মা। তোমার এই লক্ষ্মী মেয়েটা কবে যে এত্ত জিদি হয়ে উঠেছে সে নিজেই জানে না। তোমার এই মেয়ে টা রাত ভোর না হওয়া পর্যন্ত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে কিন্তু কেউ যে শান্তনা দেয় নি তাকে । নিজের ভুলে সব হয়েছে মা। প্রেম ভালোবাসার চক্করে পড়ে তোমার সাথে কত না খারাপ ব্যবহার করেছি মা।

কত ঝাড়ি দিয়েছি, কত চিৎকার করেছি তোমার সাথে কিন্তু এখন কিছু নাই শুধু তুমি আছো মা আমার জন্য । কেউ দেখেনা মা তোমার মেয়েকে। সবাই ফেলে চলে গেসে, সবাই পালিয়েছে নিজের স্বার্থ নিয়ে আর রেখে গেছে মিথ্যা সান্ত্বনা মা। এতো দিন বুঝি নি মা তুমিই আসলে আপন আর কেউ না। মা আমি তোমার কাছে আসতে চাই , তোমাকে সময় দিতে চাই।

মা বুঝতে পারি তুমি অনেক একা হয়ে গেছো। তাই তোমার কাছে ফিরতে চাই । ভালোবাসি মা তোমাকে। তোমার জন্য দুটা গানের লাইন মনে পড়ে শুধু ' দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো " ইতি - তোমার মেয়ে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।