আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বশম্ভরপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পীর ফজলুর রহমান মিসবাহকে আজ শুক্রবার জাতীয় পার্টির মনোনয়ন চুড়ান্ত করে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত চিঠি দিয়েছেন।
এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ জাতীয় পার্টির এই আসনটি পুনরুদ্ধারের জন্য নির্বাচনী কৌশল নিয়ে পীর ফজলুর রহমানের সঙ্গে একান্তে দীর্ঘ আলোচনা করেন। জেলা জাতীয় পার্টির নেতাদেরও এরশাদ ঐক্যবদ্ধভাবে প্রার্থীকে নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়ার আহবান জানান।
উল্লেখ্য, অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ পারিবারিকভাবে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গেহ জড়িত ছিলেন। তার বড় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান পীর পচাত্তর উত্তরকালে ছাত্রলীগ পূর্নগঠনে সাহসী ভূমিকা রাখেন। '৭৬ সালে জেলা ছাত্রলীগের আহবায়ক এবং '৭৮ ও '৮০ সালের সম্মেলনে দুই-দুইবার ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।