শখ করে নতুন একটি স্মার্টফোন কিনেছেন। কিন্তু কত দিন ভালো লাগবে তা? বড় জোর চার মাস? যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ওটুর এক জরিপ কিন্তু তা-ই বলছে।
এ সময়ের মধ্যে বাজারে নতুন কোনো আপডেট চলে আসবে, যা কোনো বন্ধু বা সহকর্মীকে কিনতে দেখে আপনার শখের স্মার্টফোনটির প্রতি ভালো লাগা ছুটে যাবে। সম্প্রতি ওটুর করা জরিপে উঠে এসেছে এমনই তথ্য। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
ওটুর তথ্য অনুযায়ী, যদিও একটি স্মার্টফোন চার মাস পর্যন্ত ভালো লাগার কথা জানিয়েছেন জরিপে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি কিন্তু এদের মধ্যে শতকরা ২৫ শতাংশের আবার মাত্র এক মাস পরই এ ভালো লাগার নেশা ছুটে যায়।
এদিকে, এক-তৃতীয়াংশের মত হচ্ছে, তাঁরা সব সময় বাজারের সর্বশেষ স্মার্টফোনটিই কিনতে চান আর ৬০ শতাংশ মানুষ মত দিয়েছেন, তাঁদের কেনা সর্বশেষ স্মার্টফোনটি ঠিক থাকলেও নতুন স্মার্টফোন কিনতে চান তাঁরা।
সাধারণত যুক্তরাজ্যের মানুষ একটি মুঠোফোন দুই বছর ব্যবহার করেন আর নতুন স্মার্টফোন কেনার সময় তাদের গড় বাজেট থাকে ২৭০ ব্রিটিশ পাউন্ড। ছেলেদের চেয়ে মেয়েদের নতুন স্মার্টফোনে আগ্রহ বেশি থাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।