আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না
আমি বাংলাদেশ। আমি ইতিহাসের পাতায়''ব'' দ্বীপ নামে পরিচিত। আমার জন্ম কালীন সময়ে আমি খুবই সৌভাগ্য নিয়ে জন্ম নিয়েছিলাম। কিন্তু আমার এতই দুভাগ্য যে, একটার পর একটা সিডোর,আইলা আমার বুককে বিভিন্ন সময় তছনছ করে দিয়েছে।
কিন্তু এতো কিছুর পরও আমার গর্ভের সন্তানেরা আমাকে আগলে রেখেছে। আমার সুর্য্য সন্তানদের কারণে আজও আমি বিশ্ব/পথিবী নামক গ্রহে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছি। কারন আমার গর্ভেই জন্ম নিয়েছে ইতিহাসের শ্রেষ্ঠ সন্তনেরা । আমাকে যখন আমার শুরু হওয়া যৌবনে বর্গিরা আক্রম করলো-তখন আমার সূর্য্য সন্তানেরা আমার ইজ্জত রক্ষা করেছে এবং আমার সন্তানদের রক্ষা করেছে। আমার উপর অতীতে অনেক অত্যচার অভিচার হযেছে কিন্তু তখনও আমি কোন দুঃখ বোধ করিনি।
কারণ আমি জানতাম একদিন আমার গর্ভেই জন্ম নিবে যুগের শ্রেষ্ঠ সন্তান। হ্যাঁ ঠিকই জন্ম নিয়েছে তারা-ক্ষুদিরাম বসু, তিতুমীর, সুর্য্যসেন,প্রীতিলা'রা। তাদের বীরত্বের জন্য আমি গর্ববোধ করি। তারা যখন আমাকে ও আমার অনাগত সন্তানদেরকে একটি সন্দুর ভবিষ্যত বিনির্মাণ করে মারা যায়, তখন আবার শুরু হয় আমার ভাষা কেড়ে নেওয়ার এক চক্রান্ত । তখন আমি বিষণ চিন্তায় পড়ে গেলাম-এবারতো আমার গর্ভের সন্তানেরা তাদের মায়ের ভাষয় কথা বলতে পারবেনা-এখন আমি কি করি? কে আমাকে বাঁচাবে।
কিন্তু না আমি হতাশ হয়নি। আমারই গর্ভের সন্তান সালাম,বরকত,রফিক,শফিক,জব্বার'রেরা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাকে ও আমার ভাষাকে বাঁচিয়ে রেখেছে। তাদেরকে আমি মা হিসেবে প্রাণ ভরে দোয়া করি,তারা যেন জান্নাত বাসি হয়। আরো বহু ঘটনা-রটনা-ইত্যাদির পর যখন আমার যৌবন পূর্ণ বিকশিত হবে হবে তখনই হিংস্র ইয়াহিয়া নামক এক-জানোয়ার আমাকে ও আমার সন্তানদেরকে বিশ্ব নামক ভূখন্ড হতে চিরতরে আমার নাম নিশানা মুছে পেলার জন্য হুমড়ি খেয়ে পড়ে আমাকে ধর্ষণ করার জন্য চারিদিক হতে ঘেরাও করেছিল এবং কিছু কাল সে জানোয়ার আমার যৌবনকে তছনছ করে ডাসবিনে ফেলে দিচিছল-তখন আমার আর এক সুর্য্য সন্তান্ (যা পরবর্তীতে শ্রেষ্ঠ্ সন্তান হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল) শেখ মুজিব ও তার ভাইয়েরা (সাত সেক্টর কমান্ডার ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে বুঝানো হযেছে)সেই হিস্র জানোয়ারের হাত থেকে আমাকে রক্ষা করেছিল। আমার সেই সুর্য্য সন্তানদের বদৌলতে যখন আমি জ্ঞান ফিরে পাই তখন দেখি যে, সে হিংস্র জানোয়ার আমার ২ লক্ষ্য মেয়েকে ধর্ষণ করেছে এবং ৩০ লক্ষ ছেলে ও মেয়েকে হত্যা করেছে।
আমারই গর্ভে জন্ম নেওয়া কিছু কুলাংগার সন্তান (এখানে আল বদর-রাজাকারদে বুঝানো হয়েছে) এর কারণে আমার শ্রেষ্ঠ্র কিছু সন্তান( বুদ্ধিজীবিদের বুঝানো হযেছে)কে আমার বুক থেকে চির তরে বিদায় করে দিয়েছে। এ কল্পনাতীত যন্ত্রনা নিয়ে যখন আমি ধুকে ধুকে মরছি এবং আশা ও স্বপ্ন নিয়ে সামনের দিকে এগুচ্ছি । তখন আমি বিশ্ব নামক গ্রহে পূর্ণ রুপবতি যুবতী হয়ে নিজের সংসার আগলে ধরেছি এবং আমার ৭ কোটি হতে ১৬ কোটি সন্তান-সন্তদি নিয়ে সুন্দর ভবিষ্যত নির্মানের পথে হাটি-হাটি পা-পা করে এগুছ্চি। আমার সন্তানেরা বিশ্ব নামক গ্রহে গৌরব জনক কাজের জন্য স্বীকৃতি পায তখন আমি খুবই গর্ববোধ করি এবং আমার আসা ও ভালাবাসা আরো প্রসারিত হতে থাকে। আমি ভাবি, না এ গ্রহে আমার জন্ম হয়ে, কোন ভুল হয়নি।
আমার সন্তনেরা আমার ভবিষ্যতকে আরো সুন্দর করবে-তখন আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বরে মনে করি। কিন্তু আমার গর্বে আমার পূর্বের কিছু সামান্য বদ কাজের জন্য আল্লহ আমাকে শাস্তি স্বরুপ ০২টি জগন্য মেয়ে দান করেছে (এখানে তাদের ০২জকে বুঝানো হয়েছে) তাদের খবিস ও বদ মেঝাজের কারণে আমার ১৬কোটি ছেলে-মেয়েকে অশান্তিতে রেখেছে। এ জন্য আমি সব সময় মহান আল্লাহর কাছে প্রার্থনা করি ''হে আল্লাহ তুমি আমার বদ সন্তান ০২টিকে হেদায়েত কর'' তাদের ছুলো-ছুলির কারণে আমার ১৫ কোটি ৯৯ লক্ষ,৯৯ হাজার ৯শত ৯৯৮ জন সন্তান-সন্তদি দুর্বোগ ভোগ করছে। আমি যখন দেখি আমার এ সমন্ত সন্তানেরা নিজেরাই ঝগড়া ঝাটি করে একে অপরকে আগুনে পোড়াচ্ছে এবং তাদের মহামূল্যবান ধনসম্পদ নষ্ট করছে, তখন দুঃখে আমার বুক ফেটে যায়। অপর দিকে আমার কিছু ছেলে-মেয়ে তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করছে কিন্তু কিছুতেই নিজেদের মধ্যকার সমস্যা সমাধান করতে পারছেনা।
তখন আমার মনে হয় যে,অতীতে আমাকে যে ভাবে হিংস্র জানোয়ারের আক্রমন করেছে এবং আমি আল্লাহর দরবাবে ২ হাত তুলে বলেছিলাম হে আল্লাহ আমাকে রক্ষা করো এবং আমার গর্বে এমন কিছু দান করো যে,তারা তাদের মায়ের বিপদে এগিয়ে আসবে। ঠিকই আল্লাহ আমার দোয়া কবুল করেছিল। মা হিসাবে আমার আর কি/ই বা করার আছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি হে মাবুদ তুমি আমার খবিস ০২টি মেয়েকে হেদায়েত কর, তাদেরকে আলোর পথে আশার ব্যবস্থা কর, আর যদি কোন কিছুনই না করে তাহলে আমার গর্বে এমন কিছু সন্তান পূনরায় দান করো যে, তারা হবে সত্যিকার দেশপ্রেমীক-----আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।