শনিবার রাত ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন চার জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল তালুকদার জানান, আহতরা জানিয়েছেন হঠাৎ করে সুপ্রভাত নামে বাসটি লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসময় আগুন ধরে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফুটপাতে উঠিয়ে দেন। এতে ঘটনাস্থলেই এক জন মারা যান।
নিহতের নাম হাবিবুর রহমান।
তার পকেটে পরিচয়পত্র ছিল।
আহতরা হলেন, মহিউদ্দিন (৪৫) এবং অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। এছাড়া রেজাউল করিম (৪০) ও এহসানুল হাসান দুইজন দগ্ধ হয়েছেন।
আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় তিনি যাত্রীদের আর্ত চিৎকার শুনেনে। কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি ফুটপাতে উঠে যায়।
তিনি ছুটে গিয়ে দেখেন বাসের সামনে এক ব্যক্তি পড়ে আছেন, যার বাম হাত ছিল শরীর থেকে বিচ্ছিন্ন।
এ ঘটনায় অপর আরেক জনকেও পাশে পড়ে থাকতে দেখেছেন তিনি।
রমনা থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হতাহতদের নাম জানাতে পারেননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।