মালিবাগে জামায়াত-পুলিশ সংঘর্ষ নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০২-০১-২০১৩ রাজধানীর মালিবাগে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জামায়াতের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ৩৫ জন কর্মী আহত হয়েছেন। রামপুরা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুলহাস মিয়া প্রথম আলো ডটকমকে জানান, আজ বিকেল চারটার দিকে মালিবাগ রেলগেট এলাকার আবুলের হোটেলের সামনে থেকে জামায়াত-শিবিরের কয়েক শ কর্মী মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ মিছিলে ধাওয়া দেয়। এতে মিছিল ছত্রভঙ্গ হলেও আশপাশের গলি থেকে জামায়াতের কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। এ সময় কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। সংঘর্ষের সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। জামায়াতের দাবি, এ ঘটনায় তাদের ৩৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ১০ জনকে ঘটনাস্থল থেকে আটকেরও দাবি করে তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।